দেশের সবথেকে জনপ্রিয় বাইকের তালিকায় এখনো হিরো স্প্লেন্ডার একতরফা আধিপত্য চালিয়ে গেলেও প্রতিমাসে অন্যান্য কোম্পানির বিভিন্ন মোটরসাইকেল কিন্তু লাখ লাখ ইউনিটে বিক্রি হচ্ছে। উদাহরণস্বরূপ, আমরা যদি ১৫০সিসি থেকে ২০০ সিসি রেঞ্জের মধ্যে কথা বলি তাহলে এই মুহূর্তে হন্ডা কোম্পানির ইউনিকর্ন বাইকটি বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় বাইক এর তালিকায় একটি হয়ে উঠেছে। এর পাশাপাশি টিভিএস বাজাজ ইয়ামাহা হোন্ডা এবং হিরো কোম্পানির বিভিন্ন মডেল ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়। আজ আমরা ভারতীয় বাজারের সেরা দশটি মোটরসাইকেল এর ব্যাপারে আপনাদের জানাতে চলেছি।
এই মুহূর্তে ভারতীয় বাজারের সবথেকে সেরা মোটরসাইকেল Honda Unicorn। দ্বিতীয় স্থানে অবস্থান করছে tvs কোম্পানির apache। তিন নম্বরে রয়েছে বাজাজ পালসার। চার নম্বরে অবস্থান করছে ইয়ামাহা কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইক FZ। এর পাশাপাশি পঞ্চম স্থানে আছে আবার ইয়ামাহা কোম্পানির একটি বাইক MT15, ৬ নম্বর স্থানেও রয়েছে ইয়ামাহা কোম্পানির বাইক। এই মুহূর্তে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ইয়ামাহা কোম্পানির R15, সপ্তম স্থানে আছে Honda SP160, অষ্টম স্থানে রয়েছে হিরো কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইক Xpulse 200, নবম স্থানে রয়েছে কেটিএম ২০০ এবং দশম স্থানে এই মুহূর্তে রয়েছে হিরো এক্সট্রিম 160R।
যদি আমরা সবথেকে জনপ্রিয় বাইকের ব্যাপারে কথা বলি, তাহলে হোন্ডা কোম্পানির Honda Unicorn হল আগস্ট মাসের সবথেকে জনপ্রিয় বাইক। ২০২৩ সালের আগস্ট মাসে হোন্ডা কোম্পানির এই বাইকের ৩১,৪৭৩ ইউনিট বিক্রি হয়েছিল। এই বছর ১২২ ইউনিট কম বিক্রি হলেও, নিজেদের বিক্রি মোটামুটি ভালোভাবেই ধরে রেখেছে এই বাইকটি। ২০২৪ সালের আগস্ট মাসে এই বাইকটির ৩১,৩৫১ ইউনিট বিক্রি হয়েছে। তবে বার্ষিক দিক থেকে দেখতে গেলে আগস্ট মাসে কিন্তু ইউনিকর্ন বাইকের বিক্রি ০.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও টিভিএস অ্যাপাচি বাইকের বিক্রি ২০২৩ সালের আগস্ট মাসের তুলনায় প্রায় ১২ হাজার ইউনিট বেড়েছে। অর্থাৎ, টিভিএস কোম্পানির এই বাইকের বিক্রি বেড়েছে ৬০ শতাংশের কাছাকাছি।