Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরপর দুবার সদ্যোজাতকে খুন করল মা

Updated :  Thursday, November 28, 2019 4:24 PM

শ্রেয়া চ্যাটার্জি : হুগলির চাপাহাটি গ্রামে এক মহিলা পরপর দুবার সদ্যোজাত কে খুন করলেন। শিমলা গড়ে চাপা হাটি গ্রামের একটি ঝোপ থেকে উদ্ধার হয় একটি সদ্যজাত শিশুর দেহ। পুলিশ তদন্তে নেমে জানতে পারেন এই শিশুর মা অর্চনা মন্ডল। প্রথমে তিনি মানতে নারাজ হলেও, পরে তিনি গোটা বিষয়টি মেনে নেন এবং তার অন্যায় স্বীকার করেন।

তিনটি সন্তান রয়েছে তার, তার পরেও আগেরবার একটি কন্যা সন্তান হয় তাকেও তিনি খুন করেন। তবে এবারের সন্তানটি তার পুত্র সন্তান হয়েছিল, তাকেও তিনি খুন করেন। জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে সংসারে টানাটানির জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।