শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে। যার ফলে মানুষরা গৃহবন্দী। কিন্তু পশুপাখিরা সেই সুযোগের সদ্ব্যবহার করছে দারুণভাবে। স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। কোথাও দেখা যাচ্ছে পেঙ্গুইন, কোথাও বা হরিণের দল। কখনো বা সমুদ্রের পাড়ে ডিম পাড়ছে কচ্ছপের দল। এমন চিত্র নানা জায়গায়। প্রকৃতি তার নিজের মতন করে সেরে উঠছে।
কলকাতা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে ব্যারাকপুর লাটবাগানে গঙ্গার ধারে সেনা ছাউনি। আর সেখানে রয়েছে প্রচুর জীবজন্তু। তবে এবারের জাতীয় পাখি কে ঘুরে বেড়াতে দেখা গেল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের পাঁচিলে, আর্দালি বাজারের কাছে। আর্দালি বাজারের রাস্তা, বিদ্যুৎ অফিস, প্রশাসনিক ভবন এবং কলেজের ছাদে পাঁচিলে উড়ে, হেঁটে বেড়াচ্ছে ময়ূরের দল। রাস্তাঘাটে ময়ূর ঘুরে বেড়াচ্ছে দেখে প্রত্যেকেই এমন ছবি ক্যামেরাবন্দি করতে ভোলেননি। বনদপ্তর থেকেই ব্যারাকপুরের অফিসাররা সম্প্রতি ক্যান্টনমেন্ট এলাকায় গিয়ে পরিদর্শন করে এসেছেন। ব্যারাকপুর রেঞ্জের অফিসার জানিয়েছেন,”লাটবাগানে ময়ূর ছিল। তবে সেখান থেকেই ময়ূর এসেছে কিনা তা এখনও জানা যায়নি।”
হঠাৎ করে সকাল বেলা ঘুম থেকে উঠে এই যদি দেখেন বাড়ির আশেপাশে ছাদের বাগানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, তবে নিজের হাতে একটু চিমটি কেটে দেখতেই হবে আপনি কোন স্বপ্ন দেখছেন কিনা। তবে না একদমই স্বপ্ন নয়, রোজ সকালবেলা উঠে খেয়াল রাখবেন আপনার চারপাশেও এমন কোনো অদ্ভুত ঘটনা কিন্তু ঘটতে পারে। করোনা ভাইরাসের জন্য ভারতবর্ষজুড়ে লকডাউন চলছে, শুধু ভারতবর্ষ বললে ভুল হয়, গোটা বিশ্বজুড়েই এখন সবকিছু স্তব্ধ। এমন পরিস্থিতিতে পশুপাখিরা যেন প্রাণ ফিরে পেয়েছে। পৃথিবীটাকে তারা নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিতে চাইছে। এতদিন মানুষের অত্যাচারে তারা ভয়ে সিঁধিয়েছিল। যেই মুহূর্তে মানুষগুলো ঘরের মধ্যে আটকা পড়েছে, ওরা ওমনি বেরিয়ে পড়েছে নিজের মতন করে।