বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। ভারতেও পড়েছে তার ছায়া। ইতিমধ্যে বেশ কয়েকজনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদসংস্থা। এই পরিস্থিতিতে এসে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে।
বর্তমানে রাজ্যের দুটি হাসপাতালে করোনা সংক্রান্ত চিকিৎসা করা হয়। তবে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজই যথেষ্ট নয়, করোনার সংক্রমণ রুখতে রাজ্যের সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দিন দুয়েক আগে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতালগুলোকে এমন পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়, যাতে তারা নিজেরাই করোনা আক্রান্ত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারে।
আরও পড়ুন : রাহুল ও সনিয়া গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত, কটাক্ষ বিজেপির
বৃহস্পতিবার দেখা যায়, করোনা মোকাবিলায় প্রস্তুত রাখতে বিশেষ মাস্ক, দস্তানা ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। তৈরী রাখা হয়েছে আইসোলেশন বিভাগকেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। করোনা মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিব।