Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pakistan: এক কিলো আটার দাম ১৫০ টাকা, পাকিস্তানের আর্থিক মন্দার রিপোর্ট জানালো বিশ্ব ব্যাংক

Updated :  Thursday, January 12, 2023 4:36 PM

পাকিস্তানের আর্থিক পরিস্থিতি দিন প্রতিদিন খারাপের দিকে যেতে শুরু করেছে। রুটি থেকে শুরু করে প্রত্যেক দিনের খাবারের দাম এখন প্রায় আকাশ ছোঁয়া। আটা দুধ চাল থেকে শুরু করে প্রত্যেকটি সাধারণ জিনিসের দাম প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেড়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্ব ব্যাংক পাকিস্তানের গ্রোথ রেট এর উপর একটা বড় পতনের অনুমান করেছে। বিশ্ব ব্যাংক মনে করছে, বর্তমান আর্থিক বছরে পাকিস্তানের আর্থিক বৃদ্ধি মাত্র ২% হয়ে যেতে পারে। আপনাদের জানিয়ে রাখি, বিগত জুন ২০২২ থেকেই এই আর্থিক বৃদ্ধি ঋণাত্মক দিকে এগোতে শুরু করেছে। বিশ্ব ব্যাংক তার রিপোর্টে জানিয়েছে, ব্যাপক বন্যা এবং অন্যান্য সমস্যার কারণে আগামী বছরগুলিতে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

পাকিস্তানের ডন সংবাদপত্রের খবর অনুযায়ী, বিশ্বব্যাংকের একটি রিপোর্ট জানাচ্ছে, পাকিস্তান খুব শীঘ্রই আর্থিক মন্দার মুখ দেখতে পারে। রিপোর্টে এও জানানো হয়েছে, এই বছরের বার্ষিক বৃদ্ধি মাত্র ১.৩ শতাংশ হতে পারে, যা ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশের থেকে অনেকটাই কম। জুন মাসে এই বৃদ্ধি ৩ শতাংশ হবার অনুমান করা হয়েছিল। কিন্তু, বর্তমানে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে তাদের কাছে সামান্য আটা কেনার মতো পয়সাটুকু নেই।

বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট থেকে উঠে এসেছে, পাকিস্তান এই মুহূর্তে ভয়ংকর আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সুদের হার একেবারে নিম্নমুখী এবং মুদ্রাস্ফীতি চরমে রয়েছে পাকিস্তানে। এই কারণেই মূলত পাকিস্তানের বার্ষিক বৃদ্ধি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই মুহূর্তে পাকিস্তানের মুদ্রাস্ফীতি চলছে ২৪.৫ শতাংশ। সাধারণ দেশের তুলনায় এই মুদ্রাস্ফীতি অনেকটাই বেশি। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে পাকিস্তানে আটার দাম ১৫০ টাকা প্রতি কিলো। অর্থাৎ এই মুহূর্তে যদি কেউ ১৫ কিলো আটার একটি বস্তা কিনতে যান তাহলে ভারতীয় মুদ্রায় তাকে ২২৫০ টাকা খরচ করতে হবে। লাহোরে এই দাম ১৪৫ টাকা প্রতি কিলো হলেও, পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় এই দাম প্রায় ১৭০ টাকার গণ্ডিতে পৌঁছেছে।