Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কমছে অপরিশোধিত তেলের দাম, কলকাতায় আজ কত পেট্রোল এবং ডিজেলের দাম?

Updated :  Tuesday, February 7, 2023 11:18 AM

বিশ্ববাজারে বেশ খানিকটা কমে গিয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। কিন্তু এখনো পর্যন্ত শহর কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হয়নি। গত ২৪ ঘন্টায় ব্রেন্ড ক্রুডের দাম আরো বেশ খানিকটা কমে গিয়েছে এবং হয়েছে ব্যারেল প্রতি ৮০ ডলারের আশেপাশে পৌঁছেছে। বিশ্বের বাজারে দাম কমলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তন খুব কম হয়েছে। গত ৮ মাস এ দেশের প্রধান শহরগুলিতে জ্বালানি তেলের দামে বিশেষ কোনো পরিবর্তন হয়নি এবং কিছু কিছু ছোট শহরে ছাড়া তেলের দাম তেমন একটা কমেনি। কলকাতা দিল্লি মুম্বাই এবং চেন্নাইতে মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম।

দিল্লিতে এই মুহূর্তে পেট্রোলের দাম ৯৬.৬৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.৮২ টাকা প্রতি লিটার। মুম্বাইয়ে পেট্রোলের দাম ১০৬. ৩১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৪.২৭ টাকা প্রতি লিটার। কলকাতাতে পেট্রোলের দাম এই মুহূর্তে ১০৬.০৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৭৬ টাকা প্রতি লিটার। অন্যদিকে চেন্নাই এ পেট্রোলের দাম ১০২.৬০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯৪.২৪ টাকা প্রতি লিটার।

দেশের বিভিন্ন শহরে পেট্রোল এবং ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হলো আলাদা আলাদা রকমের ট্যাক্স ব্যবস্থা। প্রতিটি রাজ্যের সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স নিয়ে থাকে এবং সেই কারণে প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা দাম হয়। এই ট্যাক্সকে লোকাল বডি ট্যাক্স বলা হয় এবং লোকাল ট্যাক্সের প্রভাবে অনেকটাই বদলে যায় পেট্রোল এবং ডিজেলের দাম।