আন্তর্জাতিকনিউজ
বাঁধাকপি ১৮০ টাকা প্রতি কেজি, আদা ৫০০ টাকা প্রতি কেজি! নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া
Advertisement
পাকিস্তান : নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে চরম সমস্যার সম্মুখীন পাকিস্তান। ভারতের সাথে বাণিজ্য বন্ধ করার পর থেকে প্রতিদিনই পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সবজির দাম বেড়েই চলেছে। পাকিস্তানের বাজারে বাঁধাকপি ও আদার দাম বেড়ে হয়েছে যথাক্রমে ১৮০ টাকা ও ৫০০ টাকা প্রতি কিলো। একটি সমীক্ষা বলছে, নিত্যপ্রয়োজনীয় ৫১ টি দ্রব্যের মধ্যে ৪৮ টি দ্রব্যের দাম বেড়েছে ২৮৯ শতাংশ।
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে চরম সমস্যায় ভুগছে পাকিস্তানের মানুষ। তারা জানাচ্ছে, এত দামি সবজি তাঁরা কোনদিনও কেনেননি। সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। ওই সমীক্ষায় এর কারণ হিসেবে জানা যাচ্ছে, ভারতের সাথে অভ্যন্তরীণ বাণিজ্য বন্ধ হওয়ার পাশাপাশি পাকিস্তানের কিছু এলাকায় ফসল কম উৎপাদন হওয়া এর অন্যতম কারণ।