করোনা আবহে মধ্যবিত্তের সংকট কাটাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তিন মাসের রান্নার গ্যাসের দাম গ্রাহকদের একাউন্টে পাঠানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। পরপর ২ মাসে গ্যাস তোলার আগেই এই টাকা ঢুকেছে গ্রাহকদের একাউন্টে। কিন্তু এ মাসে উজ্জ্বলা যোজনার সেই টাকা আগাম আর মিলবে না বলে জানা গেছে। তার পরিবর্তে গ্যাস কেনার পরই সেই অর্থ জমা হবে গ্রাহকদের একাউন্টে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন জারি হলে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা কাটাতে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসের শুরুতে বাজারদর অনুযায়ী ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম গ্রাহকদের একাউন্টে ঢুকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা গুলো। সেই মতো এপ্রিল মাসে উপভোক্তাদের একাউন্টে জমা হয় নির্দিষ্ট অর্থ। তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শর্ত। প্রথম মাসে গ্যাস তুললে তবেই মিলবে পরের দুই মাসের অর্থ।
সরকারের সিদ্ধান্ত মতো এপ্রিল মাসে যে সমস্ত গ্রাহক গ্যাস তুলেছিলেন, তাদের একাউন্টে মে মাসেও গ্যাসের টাকা জমা হয়ে যায়। সেই হিসেবে মে মাসে যারা গ্যাস তুলেছিলেন, জুন মাসেও তাদের একাউন্টে টাকা ঢোকার কথা ছিল। কিন্তু গ্রাহক ও ডিলাররা অভিযোগ করেন, মে মাসের টাকা খরচ করে জুন মাসের টাকা পাননি গ্রাহকরা। তেল সংস্থা গুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জুন মাসে গ্যাস কেনার পরই সেই টাকা ঢুকবে গ্রাহকদের একাউন্টে।