Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জারি হল পঞ্চম দফার লকডাউন, আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

Updated :  Sunday, May 31, 2020 9:59 AM

আজ ৩১ মে রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আবার আজই সকাল ১১ টার সময় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। দেশের লকডাউন চলছে দু মাস হয়ে গেছে। ফের আরেকমাস লকডাউনের মেয়াদ বৃদ্ধি করানো হয়েছে। ১ লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পঞ্চম দফার লকডাউন। সম্ভবত সেই লকডাউনকে নিয়েই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

আজ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত ‘ অনুষ্ঠানের ৬৪ তম পর্ব হতে চলেছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বারবার সাবধানতার কথা বলেছেন মোদী। এই লকডাউনের সময় দেশের দরিদ্র, দুর্গত ও পরিযায়ীদের সাহায্য করার জন্য দেশবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীকে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতে বলেছেন।

গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি জায়গাতে ১ জুন থেকে প্রায় সব পরিষেবা চালু করা হবে। কেবলমাত্র কন্টেনমেন্ট জোনগুলিতে কড়াকড়ি হবে নিয়মকানুন। এই পঞ্চম দফার লকডাউনে নাইট কার্ফুর সময়সীমাও ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা করা হয়েছে। এই দফাতে নাইট কার্ফু রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে। তবে আজ প্রধানমন্ত্রী এই লকডাউন প্রসঙ্গে বেশ কিছু কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে।