Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমফানে মৃতদের পাশে কেন্দ্র, ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আমফান উপদ্রুত এলাকা পরিদর্শনে এসে পশ্চিমবঙ্গের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য রাজ্যকে ১ হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি। একইসঙ্গে আমফানের প্রভাবে…

Avatar

আমফান উপদ্রুত এলাকা পরিদর্শনে এসে পশ্চিমবঙ্গের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য রাজ্যকে ১ হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন তিনি। একইসঙ্গে আমফানের প্রভাবে মৃত ব্যক্তিদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। তিনি এ দিন ঘোষণা করেন যে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য করবে কেন্দ্র। একইসঙ্গে আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি।

শুক্রবার আমফান অধ্যুষিত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। আকাশ পথে এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। তাঁর এই ভ্রমণে সঙ্গী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপদ্রুত এলাকা পরিদর্শনের পর বসিরহাটে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বুধবার আমফান বাংলায় ব্যাপাক তান্ডব চালানোর পরও কেন্দ্রের তরফে কোন প্রতিক্রিয়া না পেয়ে ক্ষুব্ধ হন বাংলার নেতারা। মুখ্যমন্ত্রী স্বয়ং সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের কথা তুলে ধরেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন, যাতে তিনি এসে ক্ষতিগ্রস্ত এলাকা দেখে যান। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করে প্রয়োজনীয় অর্থসাহায্য করেন। ফলে, শুক্রবার বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব।

About Author