প্রোটোকল ভেঙে বেলুড়ে থাকার ইচ্ছাপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

অরূপ মাহাত: দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কলকাতা সফরে এসেছেন নরেন্দ্র মোদী। এবারের সফরে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। একইসঙ্গে সেরে নিতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। আজ বিকেলেয়সেই বৈঠক হওয়ার কথা। তার পর বাকী সময়টা রাজভবনে কাটানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রোটোকল অনুযায়ী সেখানেই রাত্রিবাস করার কথা তাঁর। আগামীকাল সকাল ১০ টা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন : শহরে পা রাখবেন প্রধানমন্ত্রী, রয়েছে বিশেষ কর্মসূচি

তার আগে এদিন হাওড়ার বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্রে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে যাওয়ার আনন্দে অতীতের স্মৃতি রোমন্থনে ডুব দেন তিনি। স্বামী আত্মসাস্থানন্দজী মহারাজের অভাব অনুভব করেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের অমোঘ আকর্ষণ তাঁকে বিহ্বল করে দেয়। তাই সমস্ত প্রোটোকল ভেঙে বেলুড় মঠেই রাত্রিবাসের ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : ফের গণধর্ষণ হায়দ্রাবাদে, অভিযুক্তর মধ্যে একজন নাবালক

প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণ করতে বদল আনা হতে পারে সফর সূচিতে, এমনই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। কলকাতা বিমানবন্দরে অবতরণের পর বেলুড়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই সূচি বদলে বিমানবন্দর থেকে সরাসরি রাজভবনে যাবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে বেরিয়ে মিলেনিয়াম পার্কে যাবেন তিনি। রাতের মধ্যে পৌঁছে যাবেন বেলুড়ের রামকৃষ্ণ মঠে। রাত্রিবাস করবেন ওখানেই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে ৫ টা নাগাদ রাণী রাসমণি রোডের ধর্ণা মঞ্চে যাবেন মুখ্যমন্ত্রী।