Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘কয়েক দিনের জন্য যে যেখানে রয়েছেন সেখানেই থাকুন’, দেশবাসীকে অনুরোধ প্রধানমন্ত্রীর

অরূপ মাহাত: ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইটে দেশবাসীর কাছে আবেদন করেছেন যাতে ভুল তথ্য কেউ না ছড়ায়।…

Avatar

অরূপ মাহাত: ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইটে দেশবাসীর কাছে আবেদন করেছেন যাতে ভুল তথ্য কেউ না ছড়ায়। সরকারের পক্ষ থেকে প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কারণ করোনা ভাইরাস মহামারীটি নাগরিকদের অন্তরে ভয়ের সৃষ্টি করেছে।

করোনা ভাইরাস সংকটের মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের প্রতি সরকারকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। কোভিড ১৯-এর ছড়িয়ে পড়া আটকাতে কয়েক দিনের জন্য যে যেখানে রয়েছে সেখানে থাকার জন্য অনুরোধ করেছেন তিনি। আগামীকাল জনতা কার্ফুর পূর্বে এই সপ্তাহে প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো নাগরিকদের প্রতি সংযম প্রদর্শন এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে আবেদন করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আগামীকাল দেশজুড়ে ‘জনতা কার্ফু’, লক ডাউনের প্রস্তুতি নিচ্ছে ভারত

করোনা ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করে দেশ জুড়ে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন রাজ্য। রাজস্থানে লক ডাউন শুরু হয়েছে। পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মহারাষ্ট্রে মাধ্যমিক ও পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেরালা সরকার ১ মাসের খাদ্যসামগ্রী বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার কথা ঘোষণা করেছে। আগামী সেপ্টেম্বর মাস গরীব মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

About Author