খুব শীঘ্রই চালু হবে গণ পরিবহণ ব্যবস্থা, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
নয়া দিল্লি : লকডাউন জারি হওয়ার সময় থেকেই দেশে বন্ধ সমস্ত গণ পরিবহণ। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই চালু হবে সেই গণ পরিবহণ। একথা জানালেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তবে গণ পরিবহণ চালু হলে অবশ্যই তা বেশ কিছু নিয়ম মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখেই চালু হবে বলে জানিয়েছেন তিনি। এবিষয়ে সরকারের তরফে গাইডলাইন তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।
লকডাউনের ফলে গত ২৫শে মার্চ থেকে দেশ জুড়ে বন্ধ বাস, ট্রেন, বিমান সহ সমস্ত গণ পরিবহণ ব্যবস্থা। ফলে প্রবল সমস্যায় পড়েছিলেন এইসব ক্ষেত্রের সাথে যুক্ত মানুষেরা। কবে আবার গণ পরিবহণ ব্যবস্থা চালু হবে তা নিয়ে আজ কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন বাস অ্যান্ড কার ফেডারেশন অব ইন্ডিয়ার আধিকারিকরা। সেখানেই তাদের প্রশ্নের জবাবে নীতিন গড়করি জানান, “খুব তাড়াতাড়িই গণ পরিবহণ চালু হবে। সরকারের স্পষ্ট গাইডলাইন থাকবে এই বিষয়ে।”
দীর্ঘদিন বন্ধ থাকার ফলে প্রবল আর্থিক সমস্যায় পড়েছেন এই ক্ষেত্রের সাথে যুক্ত মানুষেরা। কেন্দ্রীয় সরকারের কাছে তারা আর্থিক প্যাকেজের দাবিও করেছেন। সেই বিষয়ে গড়করি জানান, “সরকার এই বিষয়ে সম্পূর্ণ অবহিত আছে। পরিবহণ শিল্পকে বাঁচাতে সরকার সব ধরনের সাহায্য করবে।” পরিবহণ ব্যবস্থা দ্রুত চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে তাঁর নিয়মিত কথা হচ্ছে বলেও জানিয়েছেন গড়করি।