Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা আবহে বাড়ছে রয়েলবেঙ্গল টাইগার, স্বাভাবিক অবস্থায় ফিরছে সুন্দরবন

Updated :  Wednesday, May 6, 2020 10:32 PM

সুন্দরবন : করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে গৃহবন্দি মানুষ। যার ফলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে পরিবেশ। এর ছাপ  পড়তে শুরু করেছে সুন্দরবনেও। সম্প্রতি প্রকাশিত বাঘ গণনার এক পরিসংখ্যানে জানা গেছে, বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবন এলাকায়। এই রিপোর্টে সুন্দরবন এলাকায় ৮ টি বাঘ বাড়ার খবর পাওয়া গেছে। একসঙ্গে এতগুলো বাঘের বাড়ার ঘটনা এই প্রথম বলে জানিয়েছে বনদপ্তর। সুন্দরবন এলাকার এই বাঘ বৃদ্ধির ঘটনায় খুশি স্থানীয় মানুষ থেকে পশুপ্রেমীরাও।

গত বছর সুন্দরবন বনদপ্তর ও ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে সুন্দরবন এলাকায় জঙ্গলের বিভিন্ন এলাকায় ৫৭৮ টি ক্যামেরা লাগিয়ে বাঘ গণনার কাজ শুরু করেছিল। বিভিন্ন বিদেশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাঘ গণনার এই কাজে সাহায্য করেছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ডও। এই প্রকল্পে উঠে এসেছে বাঘের সঠিক পরিসংখ্যান। এই প্রকল্পের তথ্যের উপর ভিত্তি করেই ৮ টি বাঘ বেড়েছে বলে জানিয়েছে বনদপ্তর। গণনার পূর্বে সুন্দরবন এলাকায় ৮৮ টি বাঘের সন্ধান ছিল বনদপ্তরের কাছে। এই প্রকল্পের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ টি।

একসঙ্গে এতগুলো বাঘের বেড়ে যাওয়ায় আশার আলো দেখছেন পশুপ্রেমী থেকে বাঘ বিশেষজ্ঞরা। জানা গেছে, এই ভাবে বাঘের সংখ্যা বাড়ছে প্রতিবছরই। সেই পরিসংখ্যানকে লিপিবদ্ধ করতেই ২ মাস ধরে বিভিন্ন নদী, খাঁড়িতে ক্যামেরা বসিয়ে চালানো হয়েছে বাঘ গণনার কাজ।