অরূপ মাহাত: ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হলো কর্তৃপক্ষ। প্রত্যাহার করে নেওয়া হলো অতিরিক্ত ফি। ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই হোস্টেলের ফি বৃদ্ধি করেছিলেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার বিরুদ্ধে গত সোমবার থেকে লাগাতার আন্দোলনে নেমেছিল ছাত্রছাত্রীরা। বয়কট করেছিল ক্লাসও।
আন্দোলনের জেরে কার্ফু জারি করেছিল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি মেনে নিল তারা। প্রস্তাবিত ফি কমিয়ে অর্ধেক করা হলো। তুলে নেওয়া হলো কার্ফুও। ছাত্রছাত্রীদের ক্লাসে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।
ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল, হঠাৎ করে সার্ভিস চার্জ নামে ছাত্রছাত্রীদের ওপর ১৭০০ টাকা ফি-এর বোঝা বসায় হোস্টেল কর্তৃপক্ষ। বেড ভাড়া বাড়া বাড়ানো হয় অস্বাভাবিক হারে। ২০ টাকা থেকে বেড়ে ৬০০ এক শয্যা বিশিষ্ট রুমে ভাড়া। ১০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা দুই শয্যা বিশিষ্ট রুমের ভাড়া। সিকিউরিটি বাবদ ফি ৫৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ১২০০০ টাকা। এই অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে শেষ পর্যন্ত পিছু হটে কর্তৃপক্ষ। প্রস্তাবিত ফি কমিয়ে অর্ধেক করা হয়েছে।