আগামী ২৯শে জুন, এবং ২ ও ৬ তারিখ উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই তারিখে বদল করা হলো। ২৯শে জুনের পরীক্ষার তারিখ বদল করে ৮ই জুন করা হলো। আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষার তারিখ আমরা আগে ঘোষণা করেছিলাম। সেই তারিখে একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৯শে জুনের পরীক্ষাটি হবে ৮ই জুলাই। যেহেতু সব বোর্ড জুলাই মাসে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে এবং আমফানের জন্য পরীক্ষা কেন্দ্র গুলির ক্ষতি হয়েছে, সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
একটি তারিখ পরিবর্তন ছাড়া আগে রাজ্য সরকারের দেওয়া সমস্ত নিয়মই কার্যকর থাকছে। ২৫০০ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, কোনদিন কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে পর্ষদ। এছাড়াও ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরে আসতে হবে, একটি বেঞ্চে একজনই বসবে, তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবে, স্কুলে স্যানিটাইজার থাকবে। সম্পূর্ণ করোনা নীতি মেনেই নেওয়া হবে পরীক্ষা বলে জানান শিক্ষামন্ত্রী।
সংসদ এই সপ্তাহেই বিস্তারিত পরীক্ষার সূচি ঘোষণা করতে পারে। সংসদ সূত্রে জানা যাচ্ছে, ২রা জুলাই নেওয়া হতে পারে পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। এরপর ৬ই জুলাই নেওয়া হতে পারে অর্থনীতি, রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবি ও ফারসি। শেষদিন অর্থাৎ ৮ই জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এই পরীক্ষা গুলি হয়ে যাওয়ার এক মাসের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।