বিনোদ পাল: প্রশান্ত কিশোরের কথা মেনেই পশ্চিমবঙ্গে জনসংযোগ অভিযানে ‘দিদিকে বলো’ কর্মসূচির সূচনা করা হয়েছিল। এর প্রথম পর্যায়েই দল খুব ভালো সাড়া পেয়েছে জনগনের কাছে থেকে। তাই এবার এই কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু করতে চলেছে রাজ্য শাসকদল।মঙ্গলবার তৃণমূল ভবনে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়,দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষনেতাদের সাথে দলের ব্লক সভাপতি ও টাউন সভাপতিদের এক বৈঠক হয়।
এই বৈঠকে ‘দিদিকে বলো’ প্রথম পর্যায়ে কতখানি সাফল্য পেল তা নিয়ে আলোচনার পাশাপাশি পরবর্তী লক্ষ্য স্থির করে দেওয়া হয় এই বৈঠকে। এ বৈঠকে বলা হয় প্রথম পর্যায়ে বিধায়ক, সাংসদদের গ্রামে গ্রামে ঘুরে রাত কাটাতে দেখা গিয়েছিল। এবার ব্লক সভাপতিদেরকেও জনসংযোগে এগিয়ে আসতে হবে ।দ্বিতীয় পর্যায়ে ১০ দিনে ২০০০ গ্রামে পৌঁছাবে দল। বাংলার প্রায় ১.৬ কোটি বাড়িতে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।
২০ মাসের মধ্যে বাংলার প্রতি বাড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ স্থাপন হবে। এই বৈঠকে আরো বলা হয়, দ্বিতীয় পর্যায়ের ‘দিদিকে বলো’ রূপায়ণে মোট ৬০০ নেতাকে নামানো হচ্ছে। তাঁরা আগামী ১০ দিনের মধ্যে এই লক্ষ্যামাত্রা পূরণ করবেন। ঘণ্টা তিনেকের জনসংযোগ কর্মসূচি সভা করবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলবেন, গ্রামের কোনও কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া সারবেন ও রাত কাটাবেন।