দেশনিউজ

কাশ্মীরে চালু হল সপ্তম পে কমিশন, সরকারি কর্মীরা পাবেন অনেক বেশি সুযোগ

Advertisement

জম্মু ও কাশ্মীর ও লাদাখের নতুন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারী কর্মচারীরা ৩১ শে অক্টোবর থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ জারি করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল, সরকারী কর্মচারীদের সমস্ত ৭ তম সিপিসি ভাতা প্রদানের প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন। যা ৩১ শে অক্টোবর এর মধ্যে চালু হবে।

কেন্দ্রীয় সরকার ৫ এই আগস্ট জম্মু ও কাশ্মীরের উপর যে ৩৭০ ধারা লাঘু ছিল তা রদ করেছিল। তার পর থেকে সেখানকার বাসিন্দারা একাধিক সুযোগ সুবিধার হাত থেকে বঞ্চিত হয়ে পড়েছিলেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ এবার তাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button