Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LPG Gas Cylinder Price: স্বস্তি নেই! মূল্যবৃদ্ধির ধাক্কা, আবার বেড়েছে গ্যাসের দাম!

Updated :  Saturday, March 1, 2025 1:06 PM

বাজারে স্বস্তি নেই! ফেব্রুয়ারিতে কমার পর ফের বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। এবার প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ৬ টাকা। ফলে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম দাঁড়াল ১,৯১৩ টাকা, যা আগে ছিল ১,৯০৭ টাকা। ১ মার্চ থেকেই কার্যকর হচ্ছে এই বর্ধিত মূল্য। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।

দামের ওঠানামার পরিসংখ্যান

গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের আগেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল ৭ টাকা। এবার ফের তা ৬ টাকা বেড়ে গেল। ২০২৪ সালে এই ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বৃদ্ধি পেয়েছিল, তবে নতুন বছরের শুরুতে কিছুটা কমেছিল।

বিভিন্ন শহরের গ্যাসের দাম (ফেব্রুয়ারি অনুযায়ী)

মুম্বই: ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১,৭৪৯.৫ টাকা (জানুয়ারিতে ছিল ১,৭৫৬ টাকা)
চেন্নাই: জানুয়ারিতে ১,৯৬৬ টাকা ছিল, যা ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকা হয়
সর্বশেষ পরিবর্তন: জানুয়ারিতে প্রতি সিলিন্ডারে ১৪.৫০ টাকা কমেছিল, ফেব্রুয়ারিতে আরও ৭ টাকা কমে

বাজেটের আগে কমেছিল, এবার ফের বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। সাধারণ ভোক্তাদের জন্য রান্নার গ্যাসের মূল্য স্থিতিশীল থাকলেও, বাণিজ্যিক খরচে এই মূল্যবৃদ্ধি বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।