পণ হিসেবে বাইক চেয়েছিল পুত্র, শুনেই সকলের সামনে মন্ডপে বরকে জুতোপেটা করল তাঁর বাবা
পণ ব্যবস্থা সমাজের কাছে এক কলঙ্ক
ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়।
এই সোশ্যাল মিডিয়া জগতে প্রায় ভাইরাল হয় বিভিন্ন ধরনের হাসির ভিডিও। আবার কিছু সময় ভাইরাল হয় এমন কিছু ভিডিও যা দেখে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। আজকের এই প্রতিবেদন এমনই এক ভিডিও নিয়ে। সকলেই মোটামুটি জানেন যে ভারতের সংস্কৃতিতে বিয়ের সময় পণ নেওয়া একটি পুরনো দিনের কথা। কিন্তু এখন বেশিরভাগ মানুষ এই পণ নেয়ার বিরোধিতা করেন। তবে আজও গ্রামে গঞ্জের দিকে এই পণ নেয়ার ব্যবস্থা রমরমিয়ে চলছে। সম্প্রতি এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে যে এই পণ নেওয়ার বিরোধিতা করে এক অদ্ভুত কাজ করে বসেছেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে বিয়ের আনন্দমুখর পরিবেশ। সেজেগুজে নববধূর সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে বর। আচমকাই এক বয়স্ক ব্যক্তি নিজের পরনের জুতো হাতে নিয়ে বরের কলার চেপে ধরেন। উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে থাকেন। কথা বলতে বলতেই জুতোপেটা করেন নতুন বরকে। ওই বয়স্ক ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন নতুন বরের বাবা। বর নিজের বিয়েতে পণবাবদ একটি বাইক চেয়েছিলেন মেয়ের বাড়ির কাছে। সেই কথা কোনও ভাবে পৌঁছয় বরের বাবার কানে। তার পরেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি।
दहेज में सिर्फ मोटरसाइकिल ही तो मांगी थी , ससुर जी ने क्या हाल कर दिया! pic.twitter.com/NiPYXXReb6
— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai) May 8, 2023
ছেলেকে জুতোপেটা করার পর বরের বাবা বলেন, ‘আমি জমি বিক্রি করে তোমাকে বাইক কিনে দেব। তুমি আমার বৌমাকে নিয়ে বাড়ি চলো আগে।’ বরের বাবার এমন মনোভাব এবং প্রগতিপন্থী চিন্তাভাবনা ব্যাপক পছন্দ হয়েছে সকলের। ইন্টারনেট দুনিয়াতে এই ভিডিও ভাইরাল হতেই বরের বাবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেট নাগরিকরা। এই ভাইরাল ভিডিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।