Today Trending Newsদেশনিউজ

লকডাউনের মেয়াদ বৃদ্ধি, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এই রাজ্যে

Advertisement

ভারতের মধ্যে প্রথম ওড়িশা রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হল। ওড়িশা সরকার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হবে বলে করেছে। দেশের প্রায় সব রাজ্যই চায় লকডাউনের সময়সীমা বাড়ানো হোক। এবার ওড়িশা সরকার সর্বপ্রথম এই সিদ্ধান্ত নিলো। ওড়িশা সরকার কেন্দ্রকেও একই সিদ্ধান্ত নেবার প্রস্তাব দিয়েছেন।

এছাড়া ১৭ জুন পর্যন্ত ওড়িশার সমস্ত স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। আর তার সাথে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান বন্ধ রাখার আবেদন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কোরোনাভাইরাস গত ১০০ বছরের ও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিপদ। মানুষকে একসাথে দৃঢ়বদ্ধভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এর সাথে বিবৃতিতে আরও বলা হয়েছে যে ঈশ্বর জগন্নাথের আশীর্বাদে এই খারাপ দিন কেটে যাবে বলে তারা মনে করছেন। এদিকে কেন্দ্রের তরফ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হলেও লকডাউন যে বাড়তে পারে সেটার ইঙ্গিত পাওয়া গেছে। প্রধানমন্ত্রীও লকডাউন বাড়তে পারে বলেছেন। তার সাথে দেশবাসীকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও বলেছেন।

Related Articles

Back to top button