স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে চার তলায় উঠে গেল চোর, দেখে চক্ষু চড়কগাছ নেট নাগরিকদের

বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকের কাছেই স্মার্টফোন অবশ্যই রয়েছে। আসলে এখন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার অবশ্যই করতে হবে। বেশিরভাগ কাজকর্ম আজকালকার দিনে মুঠোফোনের মাধ্যমেই করা যায়। এখন আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে টিভি, রেডিও এবং সংবাদপত্র। সেই জায়গায় বিনোদনের স্মার্ট পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি বিভিন্ন জায়গাতে যেকোনো সময় গেলেই বিভিন্ন ধরনের মজাদার বা অবাক করা ঘটনার ভিডিও বা ছবি দেখা যায়।

এবারে ইন্টারনেট দুনিয়াতে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে একটি চোরের চতুরতার কিছু মুহূর্ত দেখা গিয়েছে। চোরের কর্মকাণ্ড দেখে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। এমনকি এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেট নাগরিকরা চোরকে, ‘স্পাইডারম্যান’ বলে সম্মোধিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে একজন চোরকে ‘স্পাইডারম্যান’-এর মতো খুব দ্রুত চতুর্থ তলায় উঠতে দেখা যাচ্ছে। ভিডিওতে ওই ব্যক্তির গতি দেখে আপনিও নিজের চোখকে বিশ্বাস করবেন না। আর এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

অবশ্য এক ব্যক্তি বিল্ডিংয়ের তলা থেকে চোরকে উঠতে দেখে চিল্লাতেই সেই চোর নেমে পালিয়ে যায়। তবে বিল্ডিং এর পাইপ বেয়ে চোর যে গতিতে নামে, তা ভিডিও না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই ভিডিওটি পশ্চিম দিল্লির। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @gharkekalesh নামে একটি অ্যাকাউন্ট দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র ৫৩ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন।