অরূপ মাহাত: কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন সময়ে। প্রয়োজনে যুদ্ধের হুমকি দিতেও পিছপা হয়নি সে দেশের প্রশাসন। তবে ভারতের পক্ষ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রীরা জবাব দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চুপ থেকেছেন। এবার সেই নরেন্দ্র মোদীর হাত ধরেই কি তবে দু দেশের সম্পর্কের শীতলতা কাটছে? রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে মুখোমুখি দুই দেশের রাষ্ট্রপ্রধান মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরী হওয়ায় এমনই আশা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সম্মেলনের মঞ্চে একই দিনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে তলানিতে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের এই মুখোমুখি বক্তব্য রাখা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক নেতাদের সামনে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। তাই সকলেই অপেক্ষা করে রয়েছেন এটা দেখতে যে, নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গে মুখ খোলেন কিনা! কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি দুই দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্য শুনতেও আগ্রহী বিশ্ব রাজনীতির কারবারিরা।