Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সূঁচ দিয়ে অনবদ্য শিল্প, তৈরি করেছেন নানারকমের ভূমিরূপ

Updated :  Thursday, December 26, 2019 8:36 PM

শ্রেয়া চ্যাটার্জী : ক্যানভাসে শিল্পীর রং তুলিতে ফুটে ওঠে অনেক ভূমিরূপ, কোথাও নদী, কোথাও পাহাড়,কোথাও পর্বত মালা, বা কোথাও শস্যখেত। এ আমরা সকলেই দেখেছি, কিন্তু যা দেখি নি তা হল সুচ দিয়ে সুন্দর করে সেলাই করে এই শিল্পী তৈরি করেছেন নানা রকমের ভূমিরূপ।

শিল্পীর নাম ভিক্টোরিয়া রিচার্ড। তিনি ইনস্টাগ্রামে এই ছবিগুলো পোস্ট করে নীচে লিখেছেন ক্রমাটো ম্যানিয়া। এটি দেখলে আপনি বুঝতে পারবেন প্রকৃতির অপরূপ রূপ কিভাবে শিল্পী তার নিপুণতার সঙ্গে ফুটিয়ে তুলে ধরেছেন।

তার এই শিল্পের দিকে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, তার এই শিল্পের মধ্যে রয়েছে নানান রকমের জ্যামিতিক আকার। ভূমিরূপ গুলি যেন ওপর থেকে দেখা যাচ্ছে, এমনিভাবে তৈরি করেছেন শিল্পী। মাঝে মাঝে খুব ঘন রঙের ব্যবহার করা হচ্ছে এবং এইরং ভূমিরূপ গুলো কে অনেকখানি সতেজ দেখাচ্ছে।

আরও পড়ুন : সমুদ্র সৈকতে লাল বিকিনিতে মৌনী রায়, মুহুর্তের মধ্যে ছবি ভাইরাল

কখনও মাঝখানে রাস্তার, ঘন নীল আকাশ, চারিদিকে হলুদ সর্ষের ক্ষেত, কখনো আবার ঘন নীল আকাশ, তার মাঝে সাদা তারা ফুটে আছে। এমনই নানান রকমের ভূমিরূপ।

ক্রোমোটোমেনিয়ার ‘ক্রমাটো’ কথাটির উৎপত্তি একটি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ রং। এই রঙের নানান ধরনের প্রভাব তার শিল্পে আমরা দেখতে পাই। সত্যিই শিল্পীকে কুর্নিশ জানাতে হয়। আমরা এতদিন এমন ক্যানভাসে রং তুলির সাহায্যে শিল্পীকে এমন ছবি করতে দেখেছি, কিন্তু সুচ সুতো সাহায্যে এমন যে শিল্প তৈরি করা যায়, তার সত্যিই না দেখলে আপনার বিশ্বাস হবে না।