দেশনিউজ

লকডাউনে দিল্লির মার্কিন দূতাবাসের সামনে দেখা গেল একদল ময়ূর, দেখুন ছবি

Advertisement

দিল্লী : লকডাউন চলাকালীন একদল অপ্রত্যাশিত অতিথিদের দেখা গেল নতুন দিল্লীতে মার্কিন দূতাবাসের সামনে। তবে তাদের উপস্থিতির প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ আই জাস্টার। তিনি একটি ট্যুইট করে বলেন, “লকডাউন চলা সত্ত্বেও দুজন অপ্রত্যাশিত অতিথিদের রুজভেল্ট হাউসের সামনে দেখা গেছে। দয়া করে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। ভারত করোনার বিরুদ্ধে লড়ছে।”

ট্যুইটটিকে ২৫০ বারের বেশি রিট্যুইট এবং এটিতে প্রায় ২,৫০০ টি মন্তব্য করা হয়েছে। একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, “বাড়ির সামনে কিছু পাখির খাবার ও জল রাখুন, ওরা আসবে।” অন্য আরেকজন লিখেছেন, “ময়ূর ভারতের জাতীয় পাখি তাই তারা এই সঙ্কটের সময়ে দুই দেশের মধ্যে সংহতি প্রদর্শনের জন্য এসেছিল।”

রাষ্ট্রদূতের বাসভবন রুজভেল্ট হাউসের আশেপাশে দুটি ময়ূরের ঘোরাফেরা করার চারটি ছবি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি রাস্তাঘাট খালি থাকার কারণে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের ঘোরাঘুরি করার বিভিন্ন ছবি ও ভিডিওতে ইন্টারনেট ভরে উঠেছে।

Related Articles

Back to top button