করিমপুরের জয়ের হওয়ায় উড়ছে, জেলার সব প্রান্তের তৃণমূলের পতাকা

মলয় দে, নদীয়া : রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে নদীয়া জেলার করিমপুর বিধানসভা জেলার তৃণমূল কর্মীদের কাছে ছিল চ্যালেঞ্জ। সিপিআইএমের গোলাম রাব্বি, বিজেপির জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূলের বিমলেন্দু সিংহ…

Avatar

মলয় দে, নদীয়া : রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে নদীয়া জেলার করিমপুর বিধানসভা জেলার তৃণমূল কর্মীদের কাছে ছিল চ্যালেঞ্জ। সিপিআইএমের গোলাম রাব্বি, বিজেপির জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূলের বিমলেন্দু সিংহ রায় প্রায় একই গতিতে চলা শুরু করলেও, সমস্ত জল্পনা উড়িয়ে বিধায়ক নির্বাচিত হলেন শিক্ষক বিমলেন্দু সিংহ রায়, নিকটতম বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার কে ২৪,১১৯ ভোটের ব্যবধানে। স্বভাবতই জেলার বিভিন্ন প্রান্তের সাথে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসও মাতোয়ারা খুশির উৎসবে।

আজ শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ সভাপতি আব্দুল সালাম কারিগরের নেতৃত্বে এক সুবিশাল বিজয় মিছিল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন শান্তিপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অজয় দে, প্রত্যেকটি কাউন্সিলর ও সমর্থকবৃন্দ সহ দলীয় বিভিন্ন শাখা সংগঠনের সদস্যবৃন্দ। দলীয় পতাকা, সবুজ আবির, আতশবাজি, বাজনা সহ উচ্ছ্বাসে মাতেন দলীয় কর্মী সমর্থকরা।

About Author