দিল্লির হিংসা মারাত্মক আকার ধারণ করছে। আক্রান্ত পুলিশকর্মীদের সাথে এবার আক্রান্ত হলেন আধাসেনা কর্মীরাও। দিল্লিতে আধা জওয়ানদের লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হল। অ্যাসিডে আক্রান্ত হয়েছজেন অন্তত ২ জন কর্মী। দিল্লির কারওয়াল নগরে ঘটনাটি ঘটেছে। তাদের তেগবাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই অ্যাসিড আক্রান্ত কর্মীদের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সেখানে তাদের শরীরে অ্যাসিড হামলার ক্ষত দেখা যাচ্ছে। দিল্লির কারওয়াল নগরে টহল দিতে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে বাড়ির ছাদ থেকে অ্যাসিড ছোঁড়া হয় বলে সূত্রের খবর। সিএএ নিয়ে এই হিংসা যে কি মারাত্মক চরম সীমাতে পৌঁছে গেছে তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।
আরও পড়ুন : দিল্লি সংঘর্ষে মৃতের সংখ্যা ১৮, পুলিশ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অমিত শাহ ও অজিত ডোভাল
এই ঘটনাতে এর আগেও পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু নিরাপত্তারক্ষী। তার সাথে নতুন করে সংযোজন ঘটল এই অ্যাসিড আক্রান্ত আধাসেনা কর্মীদের নাম। যার ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’