নিউজরাজ্য

অপেক্ষার অবসান! নতুন বছরে কি বাড়বে DA? জানুন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পরিমাণ

Advertisement

আর মাত্র একদিনের অপেক্ষা। এরপর বর্ষবরণ উদযাপনে মাতবে বাংলা সহ পুরো দেশ। ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫-কে স্বাগত জানানোর প্রস্তুতি এখন তুঙ্গে। সরকারি কর্মীরাও এই উৎসাহের বাইরে নন। নতুন বছরের শুরুতেই তাঁদের জন্য সুখবর আসতে পারে। জল্পনা চলছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) বৃদ্ধির ঘোষণা হতে পারে, যা তাঁদের এবং পেনশনভোগীদের বছরের শুরুতেই আর্থিক লাভ এনে দিতে পারে।

কত শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা?

গত অক্টোবরে সপ্তম বেতন কমিশনের অধীনে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। বর্তমানে তাঁরা ৫৩% হারে DA পাচ্ছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে ফের DA বৃদ্ধি করা হতে পারে। মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে এবার আরও ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

এআইসিপিআই (AICPI) সূচকের তথ্য বিশ্লেষণ করেই মহার্ঘ ভাতা বৃদ্ধি নির্ধারণ করা হয়। প্রতি বছর জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বরের তথ্যের গড় মূল্যবৃদ্ধি দেখে DA সমন্বয় করা হয়।

বর্তমান সূচকের ভিত্তিতে আশা করা হচ্ছে, জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫৩% থেকে বেড়ে ৫৬%-এ পৌঁছাবে। অক্টোবর মাস পর্যন্ত এআইসিপিআই সূচক ছিল ১৪৪.৫। নভেম্বরে ও ডিসেম্বরে এটি ১৪৫.৩ পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা ৩% বৃদ্ধির অনুমানকে সমর্থন করছে।

বেতন কতটা বাড়তে পারে?

মহার্ঘ ভাতা ৩% বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। রিপোর্ট অনুযায়ী:
– ১৮,০০০ টাকা মূল বেতন পাওয়া কর্মীর DA বাড়বে ৫৪০ টাকা।
– ২,৫০,০০০ টাকা মূল বেতন পাওয়া কর্মী অতিরিক্ত ৭,৫০০ টাকা পাবেন।
– পেনশনভোগীদের ক্ষেত্রে এই বৃদ্ধি হবে ২৭০ থেকে ৩,৭৫০ টাকার মধ্যে।

নতুন বছরের আর্থিক উপহার

২০২৫ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলে এটি সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার হবে। মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে কেন্দ্রের এই পদক্ষেপ তাঁদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করবে।

Related Articles

Back to top button