Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেজে গেল শীতের আগমনী ঘন্টা, রাজ্যে বাড়বে শীত পূর্বাভাস আবহাওয়া দফতরের

Updated :  Wednesday, November 13, 2019 11:28 AM

কলকাতা : ঘূর্ণিঝড় বুলবুলের রেশ কাটতে না কাটতেই রাজ্যের শীতের আগমন হতে চলেছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। অন্যান্য বছরগুলির ন্যায় এবছর এখন শীত ঠিকঠাক রাজ্যে প্রবেশ করেনি। অন্যান্য বছরে অগ্রহায়ণ মাসে শীতের আগমন হত কিন্তু এবছর তা একটু ব্যতিক্রম। যার কারন বুলবুল। কিন্তু বুলবুলের রেশ কাটার পরেই রাজ্যে শীতের আগমনী ঘন্টা বেজে উঠেছে।

আজ কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রীরও নীচে নেমে গেছে যা স্বাভাবিককের থেকে ৩ ডিগ্রী কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রী সেলসিয়াস। এবং সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৯.৫ ডিগ্রী সেলসিয়াস। আগামী তিনদিনে শহরের তাপতাপমাত্রা ১৮ ডিগ্রীতে নামার সম্ভাবনা রয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে উত্তরে হাওয়া বইছে যা শীত আসার লক্ষন। এবার থেকে আশা করা যাচ্ছে রাজ্যে সম্পূর্ণরূপে আসতে চলেছে শীত।

কলকাতায় তাপমাত্রা ২০ডিগ্রী থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি এর নীচে নেমে গেছে। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে কনকনে শীত পড়তে চলেছে। তার সাথেই রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ শীত আরও বাড়বে দক্ষিনবঙ্গে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।