আজকাল এই ডিজিটাল বিনোদন মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। আবার মাঝে মাঝে ইউটিউবে ভাইরাল হয় সমস্ত অ্যাডাল্ট শর্ট ফিল্ম। নিষিদ্ধতার মাদকতায় বুঁদ নেট নাগরিকগণ। প্রত্যেকটি ইরোটিক ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এই সমস্ত ওয়েব সিরিজের হট সিন দেখে এসি ঘরে বসেও ঘাম দিতে পারে আপনার।
সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে বেশিরভাগ ‘ইরোটিক’ ওয়েব কন্টেন্টগুলি। এতদিন অব্দি হিন্দি বা ইংরেজিতে এই সমস্ত ওয়েব সিরিজ হত। তবে চাহিদা অনুযায়ী এখন বাংলা ভাষাতেও তৈরি হচ্ছে এই সমস্ত ওয়েব সিরিজ। এই বাংলা শর্টফিল্ম লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে ঘনিষ্ঠ দৃশ্য দেখাচ্ছে। এই ভিডিওগুলি ইউটিউবে পোস্ট করা হলেও অবশ্যই এগুলো ১৮ উর্ধের জন্য। সম্প্রতি ইউটিউবে এমনই একটি শর্ট ফিল্মকে ঘিরে শোরগোল পড়েছে দর্শকদের মধ্যে।
সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি বাংলা আর্ট ফ্লিম নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। শর্ট ফিল্ম দেখতে হলে দর্শকদের চোখ রাখতে হবে ইউটিউবে। ইউটিউবে কিছু সংশ্লিষ্ট চ্যানেল রয়েছে যেখানে সব ধরণের শর্ট ফিল্ম উপলব্ধ রয়েছে। সম্প্রতি লাইমলাইটে থাকা শর্ট ফিল্মের নাম, ‘চান্স‘। এতে রয়েছে পরকীয়া সম্পর্ক ও রগরগে যৌনতামাখা দৃশ্য। পাঁচ বছর আগে শর্ট ফিল্মটি মুক্তি পেয়েছে ইউটিউবে। শর্ট ফিল্মটি প্রায় ৯২ লাখের বেশি মানুষ দেখে নিয়েছেন। প্রচুর মানুষ ভিডিওতে লাইক ও কমেন্ট করেছেন। শর্ট ফিল্ম দেখতে চাইলে এখানেই দেখে নিন।














