Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাঁচ মিনিটে ১০০ টি পশু পাখির ডাক ডাকতে পারে এই যুবক, দেখুন সেই ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, February 18, 2020 8:52 PM

শ্রেয়া চ্যাটার্জি : পাঁচ মিনিটে ১০০ টি পশুর ডাক অবিকল রপ্ত করে ডেকে শোনালেন। একেবারে গ্রাম বাংলার খুব সাধারন ঘরের এই যুবক এর এই ভিডিওটি যাকে বলে সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে গেছে। আর হবে নাই বা কেন এত সুন্দর প্রতিভা কি ঘরের মধ্যে আটকে থাকে? ফেসবুক টুইটার ইন্টারনেটের যুগে আমাদের তো উচিত গ্রামবাংলা থেকে এমন সমস্ত প্রতিভাকে ভাইরাল করা। যাতে আর পাঁচটা গুনী শিল্পীদের মত তারাও যোগ্য সম্মান পায়। তথাকথিত প্রশিক্ষিত ব্যক্তিদের থেকে এই যুবকটির গুণ কোন অংশে কম নয়।

ব্যাঙ, শালিক, বিড়াল, সাপ আরো কত জীবজন্তুর ডাক অনায়াসে দেখে ফেলছেন। খুব সাবলীল ভাবেই। এমন প্রতিভা কতইনা ঘরে ঘরে থাকে শুধুমাত্র কেউ জানতে পারে না, তার জন্যই এই সমস্ত প্রতিভা অভাবের তাড়নায় শেষ হতে বসেছে। এমন একটি ভিডিও দেখলে আপনিও হতবাক হবেন। আর মনে মনে এই যুবকটিকে আশীর্বাদ করবেন।