ভাইরাল & ভিডিওবিনোদন

Dance Video: পবন সিংয়ের গানে বাড়ির ছাদে উদ্দাম কায়দায় নাচ যুবতীর, দেখে নেটিজেনরা বলছেন, ‘সো সুইট!‘

রিল ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৮.৮ লাখ মানুষ দেখেছেন

Advertisement
Advertisement

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

Advertisement
Advertisement

ভোজপুরি গানের জনপ্রিয়তা

এই ভোজপুরি ইন্ডাস্ট্রি নিয়ে এতদিন চর্চা চলছে উত্তর ভারতের দিকে। তবে এবার বাংলাতেও জনপ্রিয় হচ্ছে ভোজপুরি ইন্ড্রাস্ট্রি। একের পর এক ভোজপুরি গান ভাইরাল হয়েছে বাংলার বুকে। অটো বা রিক্সাতে উঠলে হামেশাই শোনা যায় ভোজপুরি গানের উদ্দাম সুর। আবার অনেক গ্রামের দিকে এই ভোজপুরি গানের তালে মাচা ডান্স করছেন কিছু কমবয়সী যুবতী। আবার অনেকেই এই ভোজপুরি গানের তালে ড্যান্স কভার ভিডিও বানিয়ে থাকেন। সম্প্রতি ইউটিউবে এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে এক যুবতী একটি ভোজপুরি গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় বাড়ির ছাদে নাচ করছেন। সে একদিকে আঁচল রেখে শরীর দেখিয়ে উদ্দাম কায়দায় নাচ করেছে। সে পবন সিং ও শিল্পী রাজের গান, ‘শাড়ি পে টাদি‘ গানের তালে কোমর দুলিয়েছেন। এই রিল ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। প্রায় ৮ লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন ও ৪৪ হাজার মানুষ লাইক করেছেন। অনেকে কমেন্ট করে বলেছেন, ‘সো সুইট‘। আবার কেউ বলেছেন, ‘ওয়াউ ক্যায়া বাত হ্যায়!‘ আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button