Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘আজ কি রাত‘ গানে শরীর দেখিয়ে উদ্দাম কায়দায় নাচ যুবতীর, ভিডিও ব্যাপক ভাইরাল

Updated :  Friday, August 30, 2024 6:48 PM

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমার সাফল্যের পর এবার ‘স্ত্রী ২’ নিয়ে হাজির হচ্ছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। অমিত পরিচালিত এই ভৌতিক কমেডি চলচ্চিত্রটিতে তামান্না ভাটিয়া নতুন অভিনেত্রী হিসেবে যোগদান করেছেন। আসলে গত ২৪ জুলাই রিলিজ করেছে এই সিনেমার নতুন আইটেম সং। এতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এই ‘আজ কি রাত‘ আইটেম গানটি রিলিজের পর থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। দর্শকরা তামান্নার উপস্থিতি এবং তার বোল্ড নাচের স্টেপের প্রশংসা করেছেন। সেইসাথে আবার এই গানটি ইনস্টাগ্রামের ট্রেন্ড হয়ে গেছে। তাই অনেকেই এই গানের তালে নাচ করে রিল ভিডিও বানাচ্ছেন।

‘আজ কি রাত‘ গানের জনপ্রিয়তা

তামান্না ভাটিয়া অভিনীত “আজ কি রাত” গানটি বর্তমানে Ormax মিউজিক চার্টে শীর্ষস্থান অর্জন করেছে। এই গানটির সাফল্যের পিছনে তামান্নার অসাধারণ নাচের দক্ষতা এবং আকর্ষণীয় চেহারা একটি বড় কারণ। সম্প্রতি এই গানটির একটি বিশেষ ভিডিও ক্লিপ X (আগের টুইটার) প্ল্যাটফর্মে “nidhijoshiofficial1” নামক একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে যা দর্শকদের মন জয় করেছে। এই ভিডিওটি প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভাইরাল ভিডিওর বিবরণ

ভাইরাল এই ভিডিওতে একটি মেয়েকে কালো ব্রালেট ও লং স্কার্ট পরে নাচ করতে দেখা যাচ্ছে। তার নাচের চাল এবং মারাত্মক এক্সপ্রেশন দর্শকদের মন মুগ্ধ করেছে। গানের বীটের সাথে মেয়েটির নাচের সিঙ্ক্রোনাইজেশন দর্শকদের আকৃষ্ট করেছে। ভিডিওটিতে ব্যবহৃত ক্যাপশন “আজ কি রাত” গানের মূল ভাবকে আরও জোরালো করে তুলেছে। এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। ৩২ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।