রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুঃখের খবর। বিধানসভা ভোটের আগে ডিএ পাবেন না সরকারি কর্মীরা। হাইকোর্টে স্যাট রায় চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার। এই আপিল করা মামলার শুনানি হবে ৩রা ডিসেম্বর। ২৩ এ সেপ্টেম্বর স্যাট খারিজ করে দিয়েছিল রাজ্যের পুনর্বিবেচনার আবেদন। সেই নির্দেশকে নিয়েই এইবার হাইকোর্টে লড়বে রাজ্য। তবে সেই দেখেই বিধানসভা ভোটের আগে ডিএ প্রাপ্তি অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই বিষয়ে এইদিন সরকারি কর্মচারীদের তরফ থেকে আইনজীবী ফিরদৌস শামিম বলেন,”২৩ এ সেপ্টেম্বর রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।” এইদিন তিনি জানান,” রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ দিতেই হবে। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে স্যাটকে জানানো হয়েছে যে করোনা পরিস্থিতিতে ডিএ দেওয়া সমস্যার বিষয়। তার উত্তরে স্যাট জানিয়েছে যে এই নিয়ে ভাবনাচিন্তা করে দেখা যাবে।”
এই রায় দিয়েছেন স্যাটের বিচারপতি রঞ্জিত কুমার আগ এবং প্রশাসনিক সদস্য সুবেশ কুমার দাস। ষষ্ট বেতন কমিশন চালু হলেও ডিএ নিয়ে মাথাব্যথা ছিলনা রাজ্য সরকারের। ২০১৯ সালে স্যাট নির্দেশ দিয়েছিল যে ছয় মাসের মধ্যে রাজ্য সরকার কে দিতে হবে কর্মীদের বকেয়া ডিএ। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তা দেওয়া হয়নি। তা দেওয়া না হওয়ায় অবমাননার মামলা দায়ের করে সরকারি কর্মীরা। তখন রাজ্য স্যাটে দায়ের করেছিল রিভিউ পিটিশন। গত ৩রা মার্চ ২০২০ তে রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়েছে। এইদিন ঘোষণা করা হল রায়।
রাজ্য সরকার রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনা করে দেখার জন্য পিটিশন দায়ের করে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ হতে সেই পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। এইবার স্যাট আবারও জানিয়ে দিয়েছে যে এইবার বকেয়া ডিএ দিতে হবে কর্মীদের। সেই কারণেই এইবার রাজ্য গিয়েছে হাইকোর্টে।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained