ফের দেশজুড়ে দ্বিতীয় লকডাউন? স্পষ্ট জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে দেশের কয়েকটি রাজ্যে। মার্চ মাসের শেষের দিকে গোটা দেশজুড়ে দৈনিক সংক্রমণ ১ লাখের কাছাকাছি ছিল। তবে…

Avatar

দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে দেশের কয়েকটি রাজ্যে। মার্চ মাসের শেষের দিকে গোটা দেশজুড়ে দৈনিক সংক্রমণ ১ লাখের কাছাকাছি ছিল। তবে এবার সম্প্রতি সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দৈনিক সংক্রমণ ১ লাখ ৬৮ হাজারের গণ্ডি পেরিয়েছি। তবে এত ভয়ানক অবস্থাতেও লকডাউনের পথে হাঁটবে না ভারত। এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি সরাসরি বলেছেন, এই মুহূর্তে সরকার বড়সড় কোন লকডাউন এর সিদ্ধান্ত নেবে না। তবে দেশজুড়ে করোনা বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সাথে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তিনি যোগান বৃদ্ধির জন্য ভারতকে দেওয়া ঋণপ্রদানে পরিধি বাড়ানোর সম্বন্ধে আলোচনা করেছেন। সেই সাথে তিনি টুইট করে বলেছেন, “করোনা সংক্রমনের দ্বিতীয় ঢুকতে কেন্দ্র যে যে পদক্ষেপ করতে চলেছে তার মধ্যে রয়েছে টেস্ট ট্রাক ট্রিট ভ্যাকসিনেশন। সেইসাথে এখন সকলকে নয়া কোভিড ১৯ গাইডলাইন মেনে চলতে হবে।”

আসলে নির্মলা সীতারামন সোজাসুজি জানিয়েছেন যে গতবছরের লকডাউনে ভারতের অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। এরপর চলতি বছরে আবার দেশজুড়ে লকডাউন জারি হলে অর্থনীতি পুরোপুরি থমকে যেতে পারে। আর সেই শোচনীয় অবস্থায় ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়বে। তাই আক্রান্তদের নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে। বানানো হবে আরও কড়া করোনা গাইডলাইন বিধি। প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমনের খবর সামনে আসছে। তাই এবার মহারাষ্ট্র সরকার আজ অর্থাৎ বুধবার রাত ৮ টা থেকে ১৫ দিনের জন্য কার্ফু জারি করে দিয়েছে। এই কয়েকদিন গোটা রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি থাকবে।