মার্চ মাস শেষ হয়ে গেলেও প্রবল দাবদাহে রীতিমতো নাজেহাল হচ্ছে বাঙালিরা। বাংলায় দিনের পর দিন তাপমাত্রার পারদ ক্রমশ লাফিয়ে বাড়ছে। ভ্যাপসা গরমে প্রাণ যেন ওষ্ঠাগত। তবে এই সময় স্বস্তির খবর শোনান আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আগামী ১৪-১৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। তবে ঝড়বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি মিলবে। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই মনে করছে আবহাওয়াবিদরা।
আলিপুর আওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আজ অর্থাৎ সোমবার একাধিক জেলায় রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী বুধবার থেকে রাজ্যে নামবে বৃষ্টি। এতদিন শুষ্ক গরমে বাঙালি যেমন নাজেহাল হচ্ছিল ঠিক তেমন চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের ঝড়-বৃষ্টির জেরে প্যাচপ্যাচে গরম অনুভব করতে হবে বঙ্গবাসীকে। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে। এই কিছুদিন সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি হলেও সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬.২ ডিগ্রী সেলসিয়াস যা সাধারণের তুলনায় ১ ডিগ্রী বেশি হবে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রী সেলসিয়াস।
আগামী কয়দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।