Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘বাংলায় ঠিক বা ভুল বোঝানোর জন্য মুক্ত বাহিনী তৈরি হবে’, জানালেন মিঠুন চক্রবর্তী

Updated :  Monday, March 29, 2021 10:01 AM

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শুধু হয়ে গিয়েছে বাংলায়। গত শনিবার রাজ্যের ৫ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ১ লা এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট নিয়ে রীতিমতো সরগরম গোটা বঙ্গ রাজনীতি। এরই মাঝে বিজেপির তারকা ভোটপ্রচারক মিঠুন চক্রবর্তী ফের গেরুয়া প্রচারে ঝড় তুললেন এবং শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুললেন। সেই সাথে তিনি এদিন বাংলার জন্য একটি মুক্ত বাহিনী গড়ার কথাও বলেছেন। কিন্তু তখন থেকেই বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা শুরু হয় যে এই মুক্ত বাহিনী কি গেরুয়া শিবিরের বাহিনী?

মুক্ত বাহিনী নিয়ে অনেক প্রশ্ন উত্থিত হলে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, “মুক্ত বাহিনী কোন সরকারের দল হবে না। এই দল বাংলার জন্য কাজ করবে। এই দল হবে বাংলার দল। আসলে মেরুকরণ একরাতে শেষ করা সম্ভব না। এই মুক্ত বাহিনী সাধারণ মানুষকে বোঝাবে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। কোনটা দুর্নীতি সেটা আগে বুঝতে শিখতে হবে। তবে মুক্ত বাহিনী যদি ক্ষমতার অপব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এছাড়াও এদিন মিঠুন চক্রবর্তীকে তার ৯০ দিনের মধ্যে কাজ হয়ে যাবে সেই প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেছেন, “৯০ দিনের মধ্যেই কাজ হবে। ৯১ দিন হবে না। কি করে করব সেটা জানিনা। কিন্তু করতে হবে আমাদের। এখানে সবকিছু ছোটখাটো কাজ করতেও অ্যাজেন্ডা পার্টিকে টাকা দিতে হয়। কিন্তু ভবিষ্যতে তা হতে দেব না। ৯০ দিনের মধ্যে সব সাফ হবে। ৯০ দিন ধৈর্য ধরে বসুন। অ্যাজেন্ডা পার্টিদের ডানা ছেঁটে দেবো।”