দেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতিরাজ্য

LPG সংযোগের সাথে এক্ষুনি করুন আধার লিঙ্ক, নইলে পড়বেন মহা-বিপদে

আপনি যদি গ্যাসের ভর্তুকী নিতে চান, তবে অবিলম্বে নিজের গুরুত্বপূর্ণ নথি তথা আধার কার্ডের সাথে LPG অ্যাকাউন্ট লিংক করুন।

Advertisement

বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে, যা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। যেমন-ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে নতুন গ্যাস সংযোগ, কিছুই করতে পারবেন না। তাছাড়া আধার কার্ড ব্যতীত গ্যাসের ভর্তুকও পাবেন না আপনি। আজকের গুরুত্বপূর্ণ নিবন্ধে আমরা আপনাদের এমন একটি তথ্য দিতে চলেছি, যার মাধ্যমে আপনি বিশেষভাবে লাভবান হবেন।

আপনি যদি গ্যাসের ভর্তুকী নিতে চান, তবে অবিলম্বে নিজের গুরুত্বপূর্ণ নথি তথা আধার কার্ডের সাথে LPG অ্যাকাউন্ট লিংক করুন। আপনি যদি এই বিশেষ কাজটি না করেন, তাহলে আপনি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন কিভাবে গ্যাস কানেকশনের সাথে আধার কার্ড লিংক করবেন? তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এর জন্য আপনাকে বেশিদূর যেতে হবে না। বাড়িতে বসে নিজের স্মার্টফোনের সাহায্যে করতে পারবেন এই গুরুত্বপূর্ণ কাজ।

কিভাবেই বা পাবেন নতুন এলপিজি শেষ সংযোগ ?
১. এর জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল সাইটে যেতে হবে।
২. এরপর রেসিডেন্ট সেলফ সিটিং ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
৩. নির্দিষ্ট পেজে চাওয়া সমস্ত নথি তালিকাভুক্ত করতে হবে।
৪. এরপরে আপনার সুবিধা অনুযায়ী LPG নির্বাচন করতে হবে।
৫. উপরের সমস্ত নথি সঠিকভাবে পূরণ করার পর আপনার ডিস্ট্রিবিউশনের নাম লিখতে হবে।
৬. তারপর আপনার গ্যাস সংযোগ নম্বার,মোবাইল নম্বর, আধার নম্বর ইমেইল আইডি লিখতে হবে। এরপরে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে আসা OTP লিখতে হবে । এই কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজে বাড়িতে বসেই আপনি আপনার গ্যাস সংযোগের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।

Related Articles

Back to top button