Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bollywood Scandal: হোটেল রুমে হাতেনাতে খোলামেলা অবস্থায় ধরা পড়েছিল বলিউডের এই পাঁচ জুটি

Updated :  Wednesday, December 7, 2022 9:14 AM

বলিউডের অন্দরে প্রতিমুহূর্তে কিছু না কিছু ঘটেই চলেছে। ইন্ডাস্ট্রির প্রায় বেশিরভাগ তারকাদেরই নাম জড়িয়ে রয়েছে একাধিক স্ক্যান্ডালের সাথে। ইন্ডাস্ট্রিতে আসার শুরু থেকেই বিভিন্ন সময়ে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। অনেকসময় হাতেনাতে ধরাও পড়তে দেখা যায় তাদের। তবে বেশিরভাগ সময়ই অনেক সম্পর্কের কথা প্রকাশ্যেই আসেনা। তবে এই মুহূর্তে পাঁচটি জুটির কথা উঠে এসেছে, যারা কাছাকাছি এলেও সম্পর্ক শেষপর্যন্ত টেকেনি। একটা সময় হাতেনাতে ধরাও পড়েছিলেন তারা। জানুন বিস্তারিত।

১) ১৯৯৯ সালে কাজল ও অজয় দেবগন একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তার আগে কারিশ্মা কাপুরের সাথে নাম জড়িয়েছিল অভিনেতার। তাদের পর পর সম্ভবত পাঁচটি ছবিতে একসাথে অভিনয় করতে দেখা গিয়েছিল। অভিনয় করার সূত্রেই একে অপরের কিছুটা হলেও কাছাকাছি এসেছিলেন তারা। তবে সেই সম্পর্ককে ঐ সময়ে খুব একটা সিরিয়াসলি নেননি অভিনেতা। শোনা যায়, এরপর একদিন কারিশ্মা কাপুর কাজল ও অজয় দেবগনকে একসাথে একই ঘরে দেখে ফেলেন। আর তারপরই কারিশ্মার সাথে অভিনেতার দূরত্ব বেড়ে যায় অনেকগুন।

২) ২০১১’তে বলিউড তথা হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছিল। সেইসময়ে তার বাড়িতে অভিনেত্রীর সাথে দেখা মিলেছিল শাহীদ কাপুরের। মিডিয়াতে তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি গুঞ্জন শোনা যায়নি। তবে এই বিষয়টি নিয়ে কিছুটা হলেও চর্চা হয়েছিল মিডিয়াতে। তাদের মধ্যে সেইসময় সম্পর্ক থাকলেও শেষপর্যন্ত তা খুব বেশিদিন টেকেনি।

৩) একটা সময় মিডিয়াতে গোবিন্দার সাথে রানি মুখার্জ্জীর নাম জড়িয়ে ছিল। তাদের একই ঘর থেকে বেরোতেও দেখা গিয়েছিল। সেই নিয়ে বেশ চর্চাও চলেছিল মিডিয়াতে। একটা সময় তাদের একই ঘর থেকে বের হতেও দেখা গিয়েছিল। সেইসময় অভিনেতা বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের বাবাও ছিলেন।

৪) সঞ্জয় দত্ত ও সুস্মিতা সেনকে নিয়েও একটা সময় বেশ চর্চা চলেছিল মিডিয়াতে। দীর্ঘদিন তারা একসাথে প্রেমও করেছিলেন। বিদেশে ঘুরতেও গিয়েছিলেন তারা। ঘুরতে গিয়ে একসাথে তাদের একইসাথে একই ঘরে থাকতে দেখা গিয়েছিল। বলাই বাহুল্য, সেইসময় তারা হাতেনাতে ধরাও পড়ে গিয়েছিলেন। তবে তাদের সেই সম্পর্ক শেষপর্যন্ত টেকেনি।

৫) নানা পাটেকারের সাথে একটা সময় নাম জড়িয়ে ছিল আয়েশা জুলকের। সেইসময় আবার মনীষা কৈরালা প্রেমে পড়েছিলেন অভিনেতার। সেই গুঞ্জনও উঠে এসেছিল মিডিয়াতে। তবে অভিনেতার সাথে আয়েশা জুলককে একসাথে দেখার পর থেকেই অভিনেতার থেকে দূরে সরে আসেন অভিনেত্রী।

তবে সম্প্রতি সেইসমস্ত পুরনো ঘটনাগুলিই আবারো উঠে এসেছে প্রকাশ্যে। আর সেই সূত্র ধরেই এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এই মুহূর্তে আবারো নেটজনতার একাংশের মাঝে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।