Today Trending NewsBB Plusব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন বছরে ফিক্সড ডিপোজিটের উপর বাম্পার সুদ দিতে চলেছে এই দুটি ব্যাংক, জেনে নিন বিস্তারিত

৫৫৫ দিনের প্রকল্পের উপর ৭.৪৫ শতাংশ সুদ এবং ৭৭৭ দিনের জন্য সুদের হার পাওয়া যাবে ৭.২৫ শতাংশ করে।

Advertisement

নতুন বছরকে বরণ করতে এখন উৎসুক হয়ে রয়েছে প্রত্যেকটি মানুষের মন। মাত্র ১০ দিন পর উদ্দীপনার সাথে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। সেই সাথে থাকবে একাধিক নতুন স্বপ্ন পূরণের আশা। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন এবং নতুন বছরের শুরুতে মোটা টাকা উপার্জনের তাগিদে ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। বছরের শুরুতেই দেশের অন্যতম দুটি বৃহৎ ব্যাংক তথা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং আইডিবিআই ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট চালু করেছে। যেখান থেকে মোটা অংকের টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, ফিক্সড ডিপোজিটের ওপর কোন ব্যাংক কত টাকা রিটার্ন দিচ্ছে-

IDBI Bank: দেশের অন্যতম বৃহৎ ব্যাংক তথা আইডিবিআই ব্যাঙ্ক “উৎসব ফিক্সড ডিপোজিট” নামের একটি প্রকল্প চালু করতে চলেছে নতুন বছরেই।। এর সময়সীমা রয়েছে ৩০০ দিন, ৩৭৫ দিন, ৪৪৪ দিন এবং ৭০০ দিন। যদি এই ফিক্সড ডিপোজিটের সুদের কথা বলি, সেক্ষেত্রে ৩০০ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.০৫ শতাংশ, ৩৭৫ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.২৫ শতাংশ, ৪৪৪ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.৩৫ শতাংশ এবং ৭০০ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.২০ শতাংশ। তবে সিনিয়র সিটিজেনরা যথাক্রমে ৭.৫৫ শতাংশ, ৭.৫৫ শতাংশ, ৭.৮৫ শতাংশ এবং ৭.৭০ শতাংশ সুদ পাবেন।

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক: দেশের আরও একটি বৃহৎ ব্যাংক নতুন বছরের শুরুতে ফিক্সড ডিপোজিটের ওপর ধামাকা পরিকল্পনা চালু করতে চলেছে। যেখানে ২২২ দিনের জন্য ৬.৩০ শতাংশ, ৩৩৩ দিনের জন্য ৭.২০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। পাশাপাশি ৪৪৪ দিনের প্রকল্পের উপর ৭.৩০ শতাংশ সুদ, ৫৫৫ দিনের প্রকল্পের উপর ৭.৪৫ শতাংশ সুদ এবং ৭৭৭ দিনের জন্য সুদের হার পাওয়া যাবে ৭.২৫ শতাংশ করে। সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাঙ্ক অতিরিক্ত ০.৫০ শতাংশ হারে সুদ দেবে।

Related Articles

Back to top button