Today Trending Newsদেশনিউজ

কার্ফুতে মিলছে না ফল! ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা

কর্ণাটক আগামী সোমবার থেকে ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন জারি করেছে

Advertisement

চলতি বছরের শুরুতে করোনা প্যানডেমিকের প্রভাব অনেকটা কমলেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই ভাইরাসের মিউট্যান্ট স্ট্রেন ভারতজুড়ে দাবানলের মত ছড়িয়ে পড়েছে। এখন সংক্রমণ হার এতটাই বৃদ্ধি পেয়েছে যে দৈনিক এই মারণ ভাইরাসের কবলে পড়ছে দেশের ৪ লাখের কাছাকাছি মানুষ। বিভিন্ন রাজ্যে আংশিক লকডাউন শুরু হয়েছে। তবে এরইমধ্যে করোনার বাড়বাড়ন্ত রুখতে সম্পূর্ণ লকডাউনের পথ বেছে নিল কর্ণাটক সরকার। আসলে দীর্ঘদিন কার্ফু জারি থাকলেও খুব একটা সংক্রমণে রাশ টানা যায়নি এই রাজ্যে।

প্রতিদিন বেড়ে চলা করোনা আক্রান্তের সংখ্যা দেখে কর্ণাটক সরকার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে। আগামী সোমবার সকাল ছয়টা থেকে ২৪ মে সকাল ছটা অবধি রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। গতকাল ব্যাঙ্গালুরুতে মন্ত্রিসভা এবং সরকারি আধিকারিকদের সাথে একটি বৈঠকের পর মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেছেন, “রাজ্যে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে করোনা ভাইরাস সংক্রমণ। কার্ফু জারি করা হলেও তা সংক্রমণ হার এবং মৃত্যুহারে তেমন কোন প্রভাব ফেলতে পারছে না। সেই ক্ষেত্রে সংক্রমণ হার রুখতে ও মৃত্যুহার কমাতে কড়া বিধি-নিষেধ প্রয়োগ করা হয়েছে।”

আসলে কর্ণাটক সরকার লকডাউন শব্দটি ব্যবহার করতে অনিচ্ছুক। তাই তারা বারংবার বলছে যে ১৫ মে থেকে কড়া বিধিনিষেধ প্রয়োগ করা হচ্ছে। এই নতুন নিয়মে আগের মতই সকাল ৬ টা থেকে ১০ টা অব্দি জরুরী পরিষেবা সাথে যুক্ত দোকান খোলা থাকবে। এছাড়া দিনের বেলায় কোন গাড়ি চলাচল করতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার এই রাজ্যে সংক্রমণ হয়েছে ৪৮৭৮১ জনের মধ্যে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৫৯১ জনের। পুরো রাজ্যের মধ্যে শুধুমাত্র বেঙ্গালুরু শহরে গতকাল মৃত্যু হয়েছে ৩৪৬ জনের।

Related Articles

Back to top button