নিউজদেশ

৬ জুন বাতিল করা হয়েছে এই এক্সপ্রেস ট্রেনগুলি, রুট ডাইভার্ট হয়েছে এই ট্রেনের, রইলো তালিকা

করমন্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের পর ভারতীয় রেল পরিষেবা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে

Advertisement

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের। মাঝে মাঝে আবার কোনো দুর্ঘটনার জন্যও ট্রেন বাতিল হয়। সম্প্রতি বালাসরে করমন্ডল এক্সপ্রেসের ভয়ানক দুর্ঘটনা কারণে ট্রেন পরিষেবা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বাতিল হয়েছে প্রচুর ট্রেন। আবার কিছু ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে। আজ ৬ ই জুন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে বা কোন ট্রেন ডাইভার্ট করা হয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। আপনি NTSE এর ওয়েবসাইটে এই বাতিল বা ডাইভার্ট ট্রেনের তালিকা পেয়ে যাবেন প্রতিদিন।

বাতিল ট্রেনের তালিকা:

  • ট্রেন নম্বর 05437/05438 GCT-PYGS- GCT 5 জুন বাতিল করা হয়েছে
  • ট্রেন নম্বর 08264 বিলাসপুর – তিতলাগড় 7 থেকে ৭ জুন পর্যন্ত বাতিল হতে চলেছে
  • তিতলাগড় থেকে রায়পুর পর্যন্ত ট্রেন নম্বর 08277 ও বাতিল করা হয়েছে 7 থেকে ৭ জুন পর্যন্ত
  • ট্রেন নম্বর 08171/08172 ঝাড়সুগুদা – সম্বলপুর – ঝাড়সুগুদা মেমুও 7 থেকে ৭ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে
  • ট্রেন নং 17331 মিরাজ – এসএসএস হুব্বালি ডেইলি এক্সপ্রেস 5 জুন থেকে 11 জুন পর্যন্ত বাতিল করা হয়েছে
  • ট্রেন নং 17334 ক্যাসেল রক – মিরাজ ডেইলি এক্সপ্রেস 4 জুন থেকে 10 জুন পর্যন্ত বাতিল করা হয়েছে
  • ট্রেন নম্বর 05133/05134 JNU-ARJ 19 জুন অব্দি বাতিল থাকবে

এই ইএমইউ ট্রেনগুলি ১৫ জুন পর্যন্ত বাতিল থাকবে:

  • হাওড়া ছাড়ছে – 37611, 37815, 37343, 36071, 37011, 36825
  • পান্ডুয়া থেকে প্রস্থান 37614
  • বর্ধমান থেকে প্রস্থান 37834, 37840
  • তারকেশ্বর থেকে প্রস্থান – 37354
  • GURP পরিচালিত 36072
  • শ্রীরামপুর থেকে প্রস্থান – 37012

রুট ডাইভার্ট করা ট্রেনের তালিকা:

  • ট্রেন নম্বর 09065 সুরাট থেকে ছাপরা স্পেশাল ট্রেনের রুট ১২ জুন পর্যন্ত ডাইভার্ট করা হয়েছে। এই ট্রেনটি শাহগঞ্জ – মউ ফেফনা হয়ে জৌনপুর যাবে।
  • ট্রেন নম্বর 09525 ওখা নাহারলাগুন স্পেশাল ১৩ জুন পর্যন্ত বারাণসী – পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় – পাটলিপুত্র – সোনপুর – হয়ে ভ্রমণ করবে।

Related Articles

Back to top button