নিউজদেশ

মহিলারা এবার পাবেন দূরপাল্লার ট্রেনে কনফার্ম সিট, দারুন উদ্যোগ ভারতীয় রেলের

গর্ভবতী এবং প্রবীণ মহিলারা শুধুমাত্র এই সুবিধা পাবেন

Advertisement

এতদিন পর্যন্ত বাস ও ট্রামের মতো গণপরিবহনে মেয়েদের জন্য আলাদাভাবে সিট সংরক্ষিত থাকতে বলে দেখা যেত। তবে ট্রেনেতে এমন কোনো সুবিধা ছিল না। তবে সম্প্রতি ভারতীয় রেল মহিলাদের জন্য বিশেষ সুবিধা পরিকল্পনা নিয়েছে। এবার থেকে মহিলা যাত্রীদের কথা মাথায় রেখে এক্সপ্রেস ট্রেনে মহিলাদের জন্য আলাদাভাবে সিট সংরক্ষিত রাখা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী কুমার জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই মেয়েদের সুরক্ষাতে বিশেষ পরিকল্পনা আনার জন্য কাজ শুরু করেছেন। দূরপাল্লার ট্রেনে মহিলাদের আরামদায়ক যাত্রার জন্য ভারতীয় রেল রিজার্ভ বার্থ সহ একাধিক নতুন পরিকল্পনা আনছে। একটি দূরপাল্লার ট্রেনে কোন কোন বার্থ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য জানার জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রেলমন্ত্রীর কথা অনুযায়ী, মহিলাদের জন্য প্রতিটি দূরপাল্লার মেইল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে ৬ টি করে সিট সংরক্ষিত থাকবে। পাশাপাশি গরিব রথ, রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দীর মত শীততাপ নিয়ন্ত্রিত এসি এক্সপ্রেস ট্রেনের তৃতীয় কোচ ও দ্বিতীয় কোচেও সংরক্ষিত সিট থাকবে। এই প্রসঙ্গে সবিস্তারে জানিয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সুবিধা শুধুমাত্র পাবেন গর্ভবতী এবং প্রবীণ মহিলারা। তাই ৬ থেকে ৭ টি লোয়ার বার্থ রাখা হবে প্রতিটি স্লিপার কোচে। এছাড়া 3AC ও 2AC তেও ৪-৬ টি লোয়ার বার্থ থাকবে।

Related Articles

Back to top button