BB Plusবিনোদনভাইরাল & ভিডিও

Pushpa 2: “পুষ্পা ২” সিনেমা দেখতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো ৪৮ লাখ টাকার সোনা চোর, হল থেকেই গ্রেফতার করা হলো দোষীকে

সিনেমা দেখার নেশায় এবার পুলিশের হাতে ধরা পড়েছে ৪৮ লাখ টাকার সোনা চোর।

Advertisement

চলতি মাসের ৫ তারিখে রিলিজ হয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা “পুষ্পা ২”। সিনেমাটি রিলিজ হওয়ার আগে থেকেই চরম উত্তেজনায় দিন কাটাচ্ছিলেন সিনেমা প্রেমীরা। কবে কোন সিনেমা হলে বহুল আলোচিত এই সিনেমাটি রিলিজ করা হবে তা নিয়ে একাধিক প্রশ্ন ছিল সিনেমা প্রেমীদের মনে। শুধু তাই নয়, সিনেমা জগতের ইতিহাসে কোন কোন রেকর্ড “পুষ্পা ২” ভাঙতে চলেছে, তা নিয়েও ছিল একাধিক প্রশ্ন। সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকে সেইসব প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে সিনেমা প্রেমীদের।

তবে এবার সিনেমাটি সংবাদ শিরোনামের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। আজ্ঞে হ্যাঁ, “পুষ্পা ২” সিনেমার সাথে এবার এমন ইতিহাস জড়িয়ে গেল, যা বহু বছর মানুষের মনে স্মৃতি হিসেবে থেকে যাবে। সিনেমা দেখার নেশায় এবার পুলিশের হাতে ধরা পড়েছে ৪৮ লাখ টাকার সোনা চোর। শুনতে আশ্চর্যকর হলেও বিষয়টি সম্পূর্ণ সত্যি। “পুষ্পা ২” সিনেমা দেখতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়েছে সোনা চোর। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরের একটি সিনেমা হলে। যেখানে সিনেমা প্রেমী ওই চোরকে খুব সহজেই পাকড়াও করেছে সাধারণ পোশাকে থাকা পুলিশ কর্মী।

যদিও চুরির ঘটনাটি বহুদিনের। বউবাজারের এক ব্যবসায়ী প্রায় ৫০ লাখ টাকার সোনা গয়না তৈরির উদ্দেশ্যে কৃষ্ণনগরের দিলীপ মোদক নামে এক স্বর্ণকারের কাছে পাঠিয়ে দেন। ব্যবসায়ীর দাবি, ৫৫২ গ্রাম সোনা তিনি ছিলেন দিলীপ মোদককে দিয়েছিলেন। তবে সোনা হাতে পাওয়ার পর ওই ব্যবসায়ীর সাথে সম্পর্ক ছিন্ন করেন দিলীপ। বহু প্রচেষ্টার পরেও দিলিপের নিকট থেকে সোনা উদ্ধার করতে পারেননি ওই ব্যবসায়ী। এরপর অক্টোবর মাসে দিলীপের নামে লিখিত অভিযোগ করেন ওই সোনা ব্যবসায়ী।

সোনা ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও কিছুতেই দিলীপ মোদকের খোঁজ পাচ্ছিলেন না। এমন সময় তাদের হাতে আসে দিলিপের একটি গোপন তথ্য। দিলীপ ছিলেন সিনেমা প্রেমী এবং সপ্তাহে অন্তত একটি সিনেমা তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেন। এই তথ্যের ভিত্তিতে বিভিন্ন সিনেমা হলে পুলিশি পাহারা বসানো হয়। যার সুফল মেলে “পুষ্পা ২” সিনেমা রিলিজ হওয়ার পর। দিলীপ মোদক “পুষ্পা ২” সিনেমা দেখতে হলে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার হন। পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে ধৃতের থেকে ৪৪১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। মিলেছে নগদ ৫০,০০০ টাকা। বাকি ৮১ গ্রাম সোনা কোথায় গেল তা এখনো তদন্ত করছে পুলিশ।

Related Articles

Back to top button