Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মায়ের কোলে এই বাচ্চাটি শীর্ষ অভিনেত্রী, বলি তারকার স্ত্রী ও সাবেক মুখ্যমন্ত্রীর পুত্রবধূ, চিনতে পারছেন কি?

Updated :  Monday, December 12, 2022 11:55 AM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। আর সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় এই বলি তারকাদের শৈশবের কিছু ছবি। সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে অবাক সকলেই। আপনি কি চিনতে পারছেন, কে এই অভিনেত্রী?

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, মায়ের কোলে ওঠে আছে এক ছোট্ট বাচ্চা। আর ওই বাচ্চাই পরবর্তীতে হয়ে উঠেছিলেন বলিউডের ব্লকব্লাস্টার অভিনেত্রী। ছবিতে মায়ের কোলে দেখা যাওয়া এই অভিনেত্রী খুবই কিউট। তিনি কর্মজীবনে অনেক চলচ্চিত্র করেছেন। যাইহোক, শীঘ্রই তিনি তার কর্মজীবন ছেড়ে বিয়ে করেন। আপনি যদি এখনও পর্যন্ত এই মেয়েটিকে চিনতে না পারেন, তবে আপনাকে জানিয়ে রাখি যে এটি অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার ছোটবেলার ছবি।

জেনেলিয়া ডি’সুজা ১৯৮৭ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি অনেক তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়ালম ছবিতে কাজ করেছেন। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বয়েজ চলচ্চিত্র থেকে জনপ্রিয়তা পান তিনি। পরে তিনি অনেক তেলেগু সিনেমাতেও কাজ করেছেন। এছাড়া ফান্টা, ভার্জিন মোবাইল ইন্ডিয়া, ফাস্ট্র্যাক, এলজি মোবাইল, গার্নিয়ার লাইট, মার্গো এবং পার্ক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন তিনি।

ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি বিয়ে করেছেন জনপ্রিয় বলি অভিনেতা রিতেশ দেশমুখকে। বিয়ের পর অনেক কাজ করলেও, বর্তমানে খুব একটা কাজ করতে দেখা যায় না অভিনেত্রীকে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই বলি অভিনেতা রিতেশ দেশমুখ মহারাষ্ট্রের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বিলসরাও দেশমুখ ও বৈশাখি দেশমুখের ছেলে।