BHOJPURI: বৃষ্টিতে নিরহুয়ার সঙ্গে রোমান্টিক কায়দায় নাচ এই সুন্দরী অভিনেত্রীর, ভিডিও ভাইরাল

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে…

Avatar

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

ভোজপুরি অভিনেত্রী পাখি হেগড়ে

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী পাখি হেগড়ে সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি। তিনি দিনেশ লাল যাদব থেকে শুরু করে খেসারি লাল যাদব অব্দি সমস্ত ভোজপুরি তারকাদের সাথে কাজ করেছেন।

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি দীনেশ লাল যাদব এবং পাখি হেগড়েকে একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে। গানের নাম, ‘দিল কে মামলা বা‘। এটি ‘ম্যায় দিল তুঝকো দিয়া‘ সিনেমার গান।নীরাহুয়াকে এখানে দেখা গিয়েছে অভিনেত্রী পাখির সাথে লাস্যময়ী কায়দায় প্রেম করতে দেখা গেছে। বর্ষায় ভিজে যাওয়ার পর দুজনেই একে অপরের প্রেমে মগ্ন হয়ে গেছেন। অভিনেত্রীর কার্ভি ফিগারের জাদু দেখে লজ্জায় লাল হয়ে যাবেন আপনি। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।