বর্তমানে ওয়েব সিরিজ আজকের প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। আর নিজের দর্শকদের কখনই নিরাশ করে না এই ওয়েব প্ল্যাটফর্মগুলি। বড়পর্দার তুলনায় ওয়েব সিরিজে সেন্সার বোর্ডের কড়াকড়ি অনেকটাই কম। আর সেই কারণবসতই এমন অনেক দৃশ্য কিংবা সংলাপ রয়েছে, যা বড়পর্দায় ব্যবহার করা সম্ভব হয় না। আর সেইদিক দিয়েই নিজের দর্শকদের আকর্ষণ করেছে ওয়েব সিরিজগুলি। এই মুহূর্তে দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে তেমনই কিছু সিরিজ।
১) লিটল থিংস- বর্তমান প্রজন্মের কাছে এই ওয়েব সিরিজ অন্যতম জনপ্রিয় একটি সিরিজ। ধ্রুব ও কাব্যাকে নিয়েই এগিয়েছে এই সিরিজের গল্প। তাদের সম্পর্ক শুরু হওয়া থেকে পরিণতি পাওয়া পর্যন্ত চারটি সিজন রয়েছে। দর্শকদের মনে এই সিরিজের প্রতিটি এপিসোড প্রতিটি সিজন দাগ কেটে গিয়েছে। ছোট ছোট অনুভূতিগুলোকে স্পর্শ করে গিয়েছে এই সিরিজ। এই মুহূর্তে আবারো মিডিয়ার পাতায় চর্চিত ‘লিটল থিংস’। এই সিরিজে ধ্রুবের চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব শেগাল ও কাব্যার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা পালকার।
২) কারলে তু ভি মহাব্বাত- এই সিরিজটি শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের নজর কেড়েছিল। কারণ এই সিরিজে পুনরায় একসাথে পর্দায় দেখা দিয়েছিলেন রাম কাপুর ও সাক্ষী তানওয়ার। সিরিজে অভিনেতা একজন অভিনেতার ভূমিকাতেই ছিলেন। আর ডাক্তারের ভূমিকায় ছিলেন অভিনেত্রী। মাঝবয়সে তাদের দেখা হওয়া থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠা সবটাই নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি মন জয় করে নিয়েছিল তাদের আনস্ক্রিন রসায়নও। এই মুহূর্তে আবারো চর্চায় উঠে এসেছে এই সিরিজ।
৩) কেহেনে কো হামসাফার হ্যায়- এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল রনিত রায়, গুরদ্বীপ কোলি, মোনা সিংয়ের মত তারকাদের। সিরিজে তাদের ত্রিকোণ প্রেমের সম্পর্ককে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। এই মুহূর্তে আবারো সেই সিরিজই চর্চায় উঠে এসেছে।