অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য।
অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় ১৯ বছর বয়সী নাইসা। বর্তমানে একাধিক বোল্ড ফটোশুটেও দেখা মেলে কাজল কন্যার। তবে সম্প্রতি নিজের ঘনিষ্ঠ বন্ধু ওরহানের সূত্র ধরেই চর্চায় তিনি। এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় ওরহানের সাথে তার একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। শেষ জন্মদিনটাও কাটিয়েছেন তার সাথেই। সেই ঝলকও সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, বর্তমানে প্রায় সমস্ত সেলেব কিডদের সাথেই দেখা মেলে ওরহানের। সুহানা থেকে শুরু করে জাহ্নবী প্রায় সকলের সাথেই দেখা মিলে তার। তবে বেশিরভাগ সময়ই তাকে দেখা যায় অজয় কন্যার সাথে। কখনো একান্তে আবার কখনো বন্ধুদের সাথেই সময় কাটান তারা। আর এখন তারই বেশকিছু ঝলক ভাইরাল হয়েছে পিআর বলিউড নামের ইউটিউব চ্যানেল থেকে।














