ন্যাড়া মাথায় কালো ছোট্ট ছেলেটি বেশ তালে তালে নাচছে। দেখে মনে হচ্ছে মাইকেল জ্যাকসনের আত্মা যেন তার মধ্যে ভর করেছে। হাতে পায়ে ধুলো মাখা, ধুলোয় মাখা জামা পরে ছেলেটি শারীরিক অঙ্গ ভঙ্গিমায় দেখে মনে হচ্ছে একেবারে প্রফেশনাল ডান্সার। সাজানো-গোছানো স্টেজ নেই, ঝকঝকে পোশাক নেই, ঝলকানি দেওয়া আলো নেই, শুধু রয়েছে ছোট্ট ছেলেটির অদম্য ইচ্ছা এবং গানের সাথে তাল মিলিয়ে চলার ক্ষমতা।
ভিডিওটি দেখে যতদূর মনে হচ্ছে আফ্রিকার কোন প্রত্যন্ত গ্রামের এই ভিডিওটি। এখানে প্রতিভা এভাবেই হয়তো বিকশিত হয়। ভিডিও তোলার পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। গোটা বিশ্বের লোক এই ছবিটি দেখেছে এবং ছোট ছেলেটিকে হয়তো মনে মনে মাইকেল জ্যাকসনের ছোট সংস্করণ বলেই বাহবা জানিয়েছেন। সব সময় যে প্রথাগত শিক্ষা থাকতেই হবে বা কোন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে সেটা নয়। এই ছেলেটির এই নাচের ভিডিওটি প্রমাণ করে, ভিতরে যদি কারোর প্রতিভা থাকে তা একদিন বিকশিত হবেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই প্রতিভা সারা বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases