ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Policy: ৪০ বছরে অবসর নিলেও নেই চিন্তা, প্রতি মাসে পেনশন দেবে LIC-র এই লাভজনক স্কিম

Advertisement
Advertisement

জীবন বিমার ক্ষেত্রে বহু মানুষই এখনও চোখ বন্ধ করে ভরসা করেন ভারতীয় জীবন বিমা নিগম ওরফে এলআইসি (LIC) এর উপরে। দেশের সর্ববৃহৎ এই বিমা সংস্থাটি বহু বছর ধরে মানুষকে বিমার সুবিধা দিয়ে আসছে। বিভিন্ন ধরণের এবং বিভিন্ন মানের পলিসি (LIC Policy) দিয়ে থাকে এলআইসি। শুধু বিমা নয়, এখানে রয়েছে সঞ্চয়ের পলিসিও। এই প্রতিবেদনে রইল এলআইসির এক বিশেষ পলিসি যেখানে মাসে মাসে পেনশনের সুবিধা পেতে পারেন গ্রাহক।

Advertisement
Advertisement

এলআইসির সরল পেনশন যোজনা গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এটি একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। ৪০ বছর বয়স থেকে এই পলিসিতে মাসে মাসে পেনশন পেতে শুরু করেন গ্রাহক। এর জন্য মাসে মাসে টাকা দেওয়ার ঝামেলা নেই। ৪০ থেকে ৮০ বছর বয়সী যেকোনো ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। পলিসি নেওয়ার সময়ে একবারই মাত্র প্রিমিয়াম দিতে হবে। পলিসি নেওয়ার সময় থেকেই পেনশন পেতে শুরু করবেন গ্রাহক।

Advertisement

মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন নিতে পারবেন পলিসি হোল্ডাররা। অর্থাৎ কেউ যদি ৬০ বছরের আগেই পেনশন নেওয়া শুরু করেন তাহলে তার মাসিক উপার্জন বন্ধ হবে না। এই স্কিমে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হয়। আর ১০০০ টাকা পেনশন পাওয়ার জন্য একসঙ্গে ২.৫ লক্ষ টাকা জমা করতে হবে। সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই।

Advertisement
Advertisement

এই স্কিমের নিয়মানুযায়ী, ৪০ বছর বয়সী কোনো ব্যক্তি যদি এই স্কিমে ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পাবেন তিনি। সিঙ্গেল বা জয়েন্ট লাইফ হিসেবে এই পলিসি কেনা যায়। জয়েন্ট লাইফে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো একজনের মৃত্যু হলে অপরজন পেনশন পেতে থাকবেন। আর যদি দুজনেরই মৃত্যু হয় সেক্ষেত্রে বিনিয়োগের টাকা ফেরত পাবেন নমিনি।

Related Articles

Back to top button